- Home
- Entertainment
- Bollywood
- নেটের স্কার্টের ভিতরে স্পষ্ট কালো অন্তর্বাস, টপ ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি জাভেদ
নেটের স্কার্টের ভিতরে স্পষ্ট কালো অন্তর্বাস, টপ ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি জাভেদ
করোনা আতঙ্ক যে অনেকটাই কেটে গিয়েছে, তা সেলেবদের ছবিতেই ধরা পড়ছে। বলিউড সেলেবরা যেন নিজেদের ট্র্যাকে ফিরছে। কখনও মুম্বইয়ের রাস্তায় কখনও শপিং মলে কেনাকাটা করতে দেখা যাচ্ছে বলি সেলেবদের। কেউ কেউ আবার শুটিংয়ে ব্যস্ত, আবার কেউ কাজের সূত্রে বাইরে গিয়েছেন। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় সাহসী পোশাকে ধরা দিলেন বলিউডের হট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। এমন পোশাক পরে কেউ যে রাস্তায় বেরোতে পারে তা যেন উরফিকে না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। শরীরের উর্ধ্বাংশে নেই কোনও পোশাক। টপলেস (Topless Photo) অবস্থাতেই প্রকাশ্য রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি। বক্ষযুগল ঢেকেছেন মোটা চেনে। আর নীচে নেটের স্কার্ট পরেই মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। যা দেখা মাত্রই সকলেরই চোখ কপালে উঠেছে।

এবার টপ ছাড়াই শুধু স্কার্ট পরেই রাস্তায় বেরিয়ে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় সাহসী পোশাকে ধরা দিলেন বলিউডের হট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)।
এমন পোশাক পরে কেউ যে রাস্তায় বেরোতে পারে তা যেন উরফিকে না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। শরীরের উর্ধ্বাংশে নেই কোনও পোশাক। টপলেস অবস্থাতে ই প্রকাশ্য রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি (Urfi Javed) । যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
উরফির বক্ষযুগল ঢাকা মোটা চেনে। আর নীচে নেটের স্কার্ট পরেই মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়ছেন হট ডিভা। অদ্ভুত পোশাকের কারণেই শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। যা দেখা মাত্রই সকলেরই চোখ কপালে উঠেছে (Urfi Javed) ।
নেটের স্কার্টের সঙ্গে কোনও টপ না পরেই বেমালুম গলায় একগুচ্ছ চেন ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন উরফি জাভেদ (Urfi Javed) । খোলা পিঠে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, ব্যাকলেসে ছবিতেই রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ।
নেটের স্কার্টের ভিতরে কালো রঙের অন্তর্বাস স্পষ্ট ফুটে উঠেছে। খালি গায়ে শুধু চেন জড়িয়ে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলের মুখে পড়েছেন উরফি জাভেদ (Urfi Javed) । তবে নেটিজেনদের কথা যে তিনি মোটেই পাত্তা দেন না তা তার ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে।
উদ্ভট সাজ পোশাকে, কাটাছেড়া পোশাক পরা, ফ্যাশন সেন্স- এর জন্য বারেবারে জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে(Urfi Javed)। তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।
বিগ বস ওটিটি-র দৌলতে ভাগ্য ফিরেছে উরফি জাভেদ। উরফি জাভেদ মানেই হট ট্রেন্ডিং। নেটদুনিয়ার উষ্ণতার পারদ চড়াতে সিদ্ধহস্ত উরফি। সর্বদাই শরীরী উষ্ণতায় নেশা ধরাচ্ছেন নেটদুনিয়ার হট সেনসেশন (Urfi Javed) । অভিনয়ের জন্য নয়, বরং অদ্ভুত পোশাকের কারণেই বারেবারে ট্রোলড হন উরফি জাভেদ।
সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)। ব্রা ছাড়াই হট ফ্যাশনে বারবার ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। নেটদুনিয়ায় ঝড় তুলতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ।
নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)।
অশ্লীল মন্তব্যে ভরে গেছে উরফির সোশ্যাল মিডিয়ার (Urfi Javed) পাতা। যদিও ট্রোলারদের নিয়ে বরাবরই কোনও মাথাব্যথা নেই তার। বরং তিনি মনে করেন যে কোনও ধরনের পোশাক পরার স্বাধীনতা রয়েছে তার। এবং পোশাকের কারণে বড় বড় তারকারা খবরে থাকেন। তাহলে উরফির ব্যাপারে সবার এত আপত্তি কেন।