'জোকার' রূপী আয়ুষ্মান, হতবাক সিনেপ্রেমীরা

  • বলিউডের সবচেয়ে ভার্সিটাইল অভিনেতাদের মধ্যে একজন আয়ুষ্মান খুরানা
  • এবার হলিউডের সেরা চরিত্র 'জোকার'র ভূমিকায় তাঁকে দেখার সুযোগ হল ভক্তদের
  • জোকারের এডিটেড ছবিতে বসানো হয়েছে তাঁর মুখ
  • এক বার্তা দিয়ে ছবি শেয়ার করলেন অভিনেতা 

আয়ুষ্মান খুরানাকে বিদেশি কোনও ছবি এবং সিরিজের চরিত্রে দেখার ইচ্ছাপ্রকাশ করেন বহু ভক্ত। এর আগে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ মানি হাইস্টের প্রফেসরের রূপে তাঁকে দেখে অবাক হয়েছিল নেটদুনিয়া। এবার হলিউডের জনপ্রিয় চরিত্র জোকারের ভূমিকায় দেখা গেল তাঁকে। জোকারের মত একটি এডিটিংয়ে তাঁর চেহারা বসানো হয়েছে। এক এডিটর আয়ুষ্মানকে এমন জোকারের রূপ দিয়েছেন। যা আয়ুষ্মান নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে শেয়ার করেছেন। আয়ুষ্মানের এই রূপে মুগ্ধ নেটদুনিয়া। তাঁকে জোকার হিসেবে ছবিতে থেকে প্রশংসার পুল বেঁধেছে ভক্তরা।

আরও পড়ুনঃদৃশ্যের শ্যুট চালকালীন গাল কেটে রক্ত, অভিনয় থামালেন না ভিকি কৌশল

Latest Videos

ক্যাপশনে লিখেছেন, "আমি সর্বদা নিজেকে একটি নেগেটিভ চরিত্রে দেখার স্বপ্ন দেখেছি।" ব্যক্তিগতভাবেও আয়ুষ্মান নিজের অভিনয় দক্ষতা নিয়ে ভাঙা গড়া পছন্দ করেন। তাই হিরোর চরিত্র করার মাঝেও নিজেকে নেগেটিভ রোলে দেখার স্বপ্ন দেখছেন তিনি। প্রসঙ্গত মাস দুয়েক আগে নিজেকে মানি হাইস্টের প্রফেসরের রোলে সাজিয়েছিলেন তিনি। যা ভক্তদের বেজায় পছন্দ হয়েছে। মানি হাইস্ট স্প্যানিশ সিরিজের প্রফেসর এখন ওয়াল্ডওয়াইড ক্রাশ। সম্প্রতি আলভারো মরতে, যিনি প্রফেসর ওরফে সর্জিও মারকিনার চরিত্রে অভিনয় করছেন, নিজের ইনস্টাগ্রাম লাইভে বেলা চাও গানের দু লাইন গেয়ে শোনান। 

আরও পড়ুনঃ'অপমানিত হয়েও কেন মন্তব্য করেন', রণবীরের প্রতি বিরুষ্কার অপমানে ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া

 

বেলা চাও একটি ইতালিয়ান লোকগীতি যা এই সিরিজে ব্যবহৃত হয়েছে। সেই গানই পিয়ানোয়ে বাজিয়ে শোনালেন আয়ুষ্মান খুরানা। এই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটদুনিয়া। প্রফেসরের মতই চশমা পরে, চুল এলোমেলো করে পিয়ানো বাজাতে বসেন তিনি। বিভিন্ন বলিউড সেলেব্রিটি সহ নেটিজেনরাও, তাঁর সঙ্গে প্রফেসরের মিল খুঁজে পেয়েছে। লকডাউনে এভাবে বিনোদন পেয়ে আয়ুষ্মানের প্রতি বেশ খুশি ভক্তরা। মানি হাইস্ট যদি হিন্দিতে তৈরি করার কোনও খবর আসে তাহলে ভক্তদের বীনিত অনুরোধ আয়ুষ্মানকেই কাস্ট করা হোক প্রফেসর সার্জিও মারকিনার চরিত্রে। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari