- Home
- Entertainment
- Bollywood
- 'অপমানিত হয়েও কেন মন্তব্য করেন', রণবীরের প্রতি বিরুষ্কার অপমানে ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া
'অপমানিত হয়েও কেন মন্তব্য করেন', রণবীরের প্রতি বিরুষ্কার অপমানে ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া
- FB
- TW
- Linkdin
রণবীর সিং অনুষ্কার প্রাক্তন প্রেমিক বলেই কি বিরাট তাঁর সঙ্গে কোনও কথোপকথনে যেতে চান না। এমনকি অনুষ্কাও রণবীরকে তেমন পাত্তা দেন না।
লাইভ সেশনে বিরাট জানান, তিনি অল্প বয়সে ডিটিসি বাসে বিনা টিকিটে যাতায়াত করতেন। সেই প্রসঙ্গ তুলে রণবীর ঠাট্টা করে বলেন, "ক্যাপ্টেন বিনা টিকিটে ঘুরে বেড়াচ্ছে।"
এই প্রশ্নের জবাবে অনুষ্কা এবং বিরাট কেউ কোনও নজর দেননি। কেবল এই লাইভ সেশনেই নয়, রণবীর বিরাট-অনুষ্কা দু'জনের সোশ্যাল মিডিয়া পোস্টেই কমেন্ট করেন।
সেখানেও তাঁর কমেন্টে লাইক পর্যন্ত করেন না তাঁরা। দীর্ঘদিন ধরে বিষয়টি হয়ে আসছে বলেই নেটিজেনদেরও নজরে পড়ছে ধীরে ধীরে।
রণবীরকে তাঁর ভক্তরা বারে বারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানিয়েছে, বিরাট এবং অনুষ্কা যখন তাঁকে পাত্তাই দেয় না, তাঁরও বিরাট কিংবা অনুষ্কার পোস্টে কমেন্ট করা উচিত না।
ট্রোলাররাও ইতিমধ্যেই রণবীরকে বিষয়টি নিয়ে ট্রোল করা শুরু করেছেন। তাদের কথায়, যতই অপমান করো, রণবীর কোনওদিন সুধরোবে না।
এই নিয়ে নেটদুনিয়ায় রণবীর এবং বিরুষ্কা ভক্তদের মধ্যে জোর মতবিরোধ শুরু হয়েছে। অনুষ্কার নিন্দুকরাও নিন্দা করেছেন তাঁর।
নিন্দুকদের মতে, অনুষ্কা যখন বিরাটকে ডেট করতেন না, তখন তাঁর ব্যক্তিত্ব ভিন্ন ধরণের ছিল। তিনি সকলের সঙ্গেই কথা বলতেন।
রণবীর তাঁর প্রাক্তন প্রেমিক হওয়ার সত্ত্বেও তাঁর সঙ্গে সাক্ষাৎকারে ঠাট্টা করেছেন। আনন্দও করেছেন।
অথচ বিরাটকে ডেট করার পর থেকেই তিনি রণবীরের সঙ্গে কিংবা তাঁর সম্বন্ধে কোনও সাক্ষাৎকারেই তেমন কিছুই বলতে চান না। অনেকের মতে, বিরাট হয়তো অনুষ্কা এবং রণবীরের বন্ধুত্ব পছন্দ করেন না।