মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, বাপ্পি লাহিড়ির শেষকৃত্য, মুখাগ্নি করলেন বাপ্পা লাহিড়ি

পবন হংস শ্মশানঘাট এদিন ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানেই বেলা ১১টা নাগাদ পৌঁছে যায় মরদেহ। বিপুল পরিবাণ পুলিশ মোতায়িত সেখানে, কান্নায় ভেঙে পড়েন বাপ্পি লাহিড়ির কন্যা, সবটা সামনে সকলে শেষ প্রণাম জানিয়ে চির বিদায় জানায় বাপ্পি লাহিড়িকে। 

চোখের জলে ডিস্কো কিং-কে (Bappi lahiri Last Rites) শেষ বিদায়। অপেক্ষা ছিল ছেলের বিদেশ থেকে ফেরার। খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছিলেন তিনি আমেরিকা থেকে। বুধবার মধ্যরাতেই ফেরেন তিনি আমেরিকা থেকে। এরপরই বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পবন হংস শ্মশান ঘাটের উদ্দেশ্যে মরদেহ (Bappi Lahiri Last Rites)নিয়ে রওনা দেওয়া হয়। গাড়ির সামনে এক মস্ত ছবি লাগানো থাকে বাপ্পি লাহিড়ির, ফুলের সাজে তাঁকে শেষ বিদায় জানায় পরিবার-পরিজনেরা। অন্যদিকে পবন হংস শ্মশানঘাটও এদিন ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানেই বেলা ১১টা নাগাদ পৌঁছে যায় মরদেহ। বিপুল পরিবাণ পুলিশ মোতায়িত সেখানে, কান্নায় ভেঙে পড়েন বাপ্পি লাহিড়ির কন্যা, সবটা সামনে সকলে শেষ প্রণাম জানিয়ে চির বিদায় জানায় বাপ্পি লাহিড়িকে। 

মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠে সকলে প্রয়াত ডিস্কো কিং-এর আত্মার শান্তি কামনা করেন। এরপর সকলের উপস্থিতিতে ছেলে বাপ্পা লাহিড়ি (Bappi Lahiri Son Bappa Lahiri) বাবার মুখাগ্নি করেন। এদিন শ্মশান ঘাটেও সেলেবদের ঢল নামে। গত দেড়দিন ধরেই বাড়িতে সেলেব মহলের নিত্য আনাগোনা (Bollywood Celebrites) । এদিন পবন হংস শ্মশান ঘাটেও উপস্থিত ছিলেন শক্তি কাপুর, বিদ্যাবালান, মিকা সিং প্রমুখেরা, পাশাপাশি বাপ্পি লাহিড়ির পুত্র, কন্যা, ছেলের বউ, জামাই সকলেই এদিন শেষ বিদায়ে বাপ্পি লাহিড়ির সঙ্গে ছিলেন। অন্য দিকে সোশ্যাল মিডিয়ার (Social Media Post) পাতাতেই শোকবার্তায় ভরিয়ে তুলেছে ভক্ত মহল। 

Latest Videos

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর, মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ৮০-৯০ দশকের হিট মানেই বাপ্পি লাহিড়ি অন্যতম নাম। চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির কথায়, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ির। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury