কথা বন্ধ পাঁচ মাস, গলার স্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী, গুজব উড়িয়ে বাবাকে নিয়ে মুখ খুললেন ছেলে বাপ্পা

বাপ্পি লাহিড়ী নাকি গলার স্বর হারিয়েছেন। এমনকী কথাও বলতে পারছে না। সম্প্রতি একথা প্রকাশ্যে আসতেই জোর জল্পনা বেড়েছে বলিমহলে। সূত্র বলছে পাঁচ মাস ধরে নাকি কথা বলা বন্ধ হয়েছে বাপ্পি লাহিড়ীর। এবার বাবাকে নিয়ে মুখ খুললেন ছেলে বাপ্পা। 

বাপ্পি লাহিড়ী নাকি গলার স্বর হারিয়েছেন। এমনকী কথাও বলতে পারছে না। সম্প্রতি একথা প্রকাশ্যে আসতেই জোর জল্পনা বেড়েছে বলিমহলে। বিশেষ করে সুরকার পুত্র বাপ্পা লাহিড়ীর কথাতেই উদ্বেগ বেড়েছিল ভক্তদের মধ্যে। আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল। সকলের প্রিয় বাপ্পি দা নাকি আর গান গাইতে পারবেন না। কিন্তু কেন? 

 

Latest Videos

 

আসমুদ্রহিমাচল মুগ্ধ তার গানের জাঁদুতে। তার গলার কন্ঠ যেন ম্যাজিকের মতো মন ভাল করতে সক্ষম। বলিউডের সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক নাকি কন্ঠস্বর হারিয়েছেন। শারীরিক অসুস্থতার খবরে সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। মাস কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু শরীর সম্পূর্ণ ঠিক হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কোভিডের পরই নাকি গলার স্বর হারিয়ে ফেলেছেন বাপ্পি লাহিড়ী। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ লোকজন বাপ্পি লাহিড়ীকে দেখতে তার বাড়িওতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু কারোর সঙ্গেই কথা বলতে পারেনি সঙ্গীত শিল্পী। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে,  শরীরও পুরোপুরি ভেঙে গিয়েছে বলিউডের বর্ষীয়ান সুরকারের। তবে মিডিয়া খবরে রীতিমতো তিতিবিরক্ত হয়ে অবশেষে নিজের ইনস্টা-তেই মুখ খুললেন বাপ্পি লাহিড়ী, এবং নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে লেটেস্ট খবর দিলেন ভক্তদের।

 

 

আরও পড়ুন-প্রাক্তনের গলা জড়িয়ে ঘনিষ্ঠ চুম্বন, আদুরে উষ্ণ চুমুতে দিশেহারা হয়ে এ কী করছেন শ্রী-কন্যা

আরও পড়ুন-তৃতীয় স্বামীর সঙ্গে 'Divorce'এর মামলা-ই শুধু নয়, এবার রোশনের থেকে খোরপোশের দাবি শ্রাবন্তীর

 

 বাবার শরীর খারাপের খবর পেয়েই মাস কয়েক আগে লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন বাপ্পা লাহিড়ী। তারপর আর ফেরা হয়নি মার্কিন মুলুকে। বর্তমানে মুম্বইতেই  বাবার খেয়াল রাখছেন বাপ্পা। সূত্র বলছে পাঁচ মাস ধরে নাকি কথা বলা বন্ধ হয়েছে বাপ্পি লাহিড়ীর। এবার বাবাকে নিয়ে মুখ খুললেন ছেলে বাপ্পা। সংবাদমাধ্যমকে বাপ্পা জানিয়েছেন, 'ধীরে ধীরে  অনেকটাই সুস্থ হয়ে উঠছেন বাবা। তবে শরীর এখনও খুবই দুর্বল'।  তবে কন্ঠস্বর হারানোর গুঞ্জনে বাপ্পা বলেছেন, 'যেটা রটেছে সেটা একদমই ঠিক নয়। আসলে  চিকিৎসকের পরামর্শেই কথা বলা বন্ধ করেছেন বাবা। আশা করছি, দূর্গাপুজোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বাবা। এবং পুজোর সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিং হওয়ারও কথা রয়েছে বাবার'।

 

 

পরিবার সূত্রে আরও জানা গেছে,  ফুসফুসে মারাত্মক সংক্রমণ রয়েছে বাপ্পি লাহিড়ীর। এবং সেই কারণেই ডাক্তারদের নির্দেশেই তার কথা বলা বারণ। তবে করোনা যে ভালমতোই শরীরে এফেক্ট করেছে তা জানিয়েছেন ছেলে বাপ্পা। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে হাঁটুর সমস্যা। এবং এতটাই বেড়েছে যে তার হাঁটুও প্রতিস্থাপন করা হবে। তবে ভবিষ্যতে আবার হেঁটেচলে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরবেন বাপ্পি লাহিড়ী, তেমনটাই জানিয়েছেন সুরকারের ছেলে। বাপ্পি লাহিড়ীর শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছে। খুব শীঘ্রই তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই কামনাই করছেন অগণিত ভক্তরা।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today