কলকাতার সঙ্গে নাড়ির টান, আজই তিলোত্তমার গঙ্গায় অস্থি ভাসানো হবে 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ির

সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ি। ডিস্কো কিং-এর চলে যাওয়াটা যেন সঙ্গীত জগতের কাছে বড় ধাক্কা। সকলেই জানেন, কলকাতার সঙ্গে নাড়ির টান রয়েছে গোল্ডেন ম্যানের। শিল্পীর মৃত্যুর পর লস অ্যাঞ্জেলস থেকে ছেল ফিরে শেষকৃত্য সম্পন্ন করে বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away)। কিন্তু সুদূর মুম্বই থেকে কলকাতায় তার মরদেহ নিয়ে আসা হয়নি। তবে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন হবে তার নিজের জন্মভূমিতেই। বৃহস্পতিবারই প্রাণের শহর কলকাতায় নিয়ে আসা হবে বাপ্পি লাহিড়ির অস্থি। আজ সকালেই বাপ্পি লাহিড়ির বাড়ির সদস্যদের কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। সূত্র থেকে জানা গেছে, বিমানবন্দরে তাদের জন্য উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু। সেখান থেকে তারা সোজা আউটরাম ঘাটে পৌঁছে যাবেন। এবং কলকাতার গঙ্গাতেই ভাসানো হবে বাপ্পি লাহিড়ির অস্থি।

চোখের পলকে যেন কেটে গেল ২ সপ্তাহেরও বেশি। গত ১৫ ফেব্রুয়ারি  আচমকাই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন বাপ্পি লাহিড়ি। গত ২৯ দিনের লড়াই শেষ করে না ফেরার দেশে চলে গেলেন বাপ্পি লাহিড়ি। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ (Bappi Lahiri Passes Away) ।


তিনি আর নেই। এখন যেন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ি। ডিস্কো কিং-এর চলে যাওয়াটা যেন সঙ্গীত জগতের কাছে বড় ধাক্কা। সকলেই জানেন, কলকাতার সঙ্গে নাড়ির টান রয়েছে গোল্ডেন ম্যানের (Bappi Lahiri Passes Away)। শিল্পীর মৃত্যুর পর লস অ্যাঞ্জেলস থেকে ছেল ফিরে শেষকৃত্য সম্পন্ন করে বাপ্পি লাহিড়ির। কিন্তু সুদূর মুম্বই থেকে কলকাতায় তার মরদেহ নিয়ে আসা হয়নি। তবে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন হবে তার নিজের জন্মভূমিতেই। বৃহস্পতিবারই প্রাণের শহর কলকাতায় নিয়ে আসা হবে বাপ্পি লাহিড়ির অস্থি। আজ সকালেই বাপ্পি লাহিড়ির বাড়ির সদস্যদের কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। সূত্র থেকে জানা গেছে, বিমানবন্দরে তাদের জন্য উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু। সেখান থেকে তারা সোজা আউটরাম ঘাটে পৌঁছে যাবেন। এবং কলকাতার গঙ্গাতেই ভাসানো হবে বাপ্পি লাহিড়ির অস্থি (Bappi Lahiri Passes Away)।

Latest Videos

 

 

আরও পড়ুন-উন্মুক্ত স্তনের একাংশ, অর্ধনগ্ন শরীরে ঝড় তুলতে গিয়েই চরম ট্রোলড শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন-যৌন উত্তেজনাপূর্ণ ছবির অফার, চরম বিপাকে পড়ে কী করেছিলেন শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন-দড়ি দিয়ে বাঁধা বক্ষযুগল, কালো ব্রালেটে সাগরের মাঝে ধুকপুকানি বাড়ালেন নিয়া শর্মা

 

গত বুধবার  তার পরিবারের পক্ষ থেকে জুহুতে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল (Bappi Lahiri Passes Away)। বাপ্পি লাহিড়িকে  শ্রদ্ধা জানাতে স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মা শিবাঙ্গী কোলাপুরির সঙ্গে হাজির হয়েছিলেন শক্তি কাপুরের মেয়ে। পাপারাৎজির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর তার মা শিবাঙ্গী ও তার ভাই সিদ্ধান্ত কাপুরকে স্মরণ সভাস্থলে প্রবেশ করতে দেখা গেছে।বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি এবং তার মেয়ে রেমা লাহিড়িকেও স্মরণ  সভাস্থলে প্রবেশ করতে দেখা গিয়েছে। বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে এসে সকলের মনই কান্নায় ভারাক্রান্ত হয়ে যায়। তিনি চলে গেলেও তার স্মৃতি সারা জীবনের জন্য অমলিন থাকবে প্রতিটা মানুষের হৃদয়ে। শুধু ভারতেই তার জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল না। ভারতের গন্ডি পেরিয়ে পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি, নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এমনকী হলিউডি ছবিতেও তার গানের ব্যবহার হয়েছিল। তার পুরো জীবনটাই যেন গল্পের মতো সাজানো।  বাপ্পি লাহিড়ির মৃত্যুতে (Bappi Lahiri Passes Away) সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh