Bigg Boss 15 Episode: টিকিট টু ফিনালে নিয়ে নয়া চমক, ভক্তদের কোন সারপ্রাইজ দিলেন ভাইজান

Published : Jan 11, 2022, 12:10 PM IST
Bigg Boss 15 Episode: টিকিট টু ফিনালে নিয়ে নয়া চমক, ভক্তদের কোন সারপ্রাইজ দিলেন ভাইজান

সংক্ষিপ্ত

বিগ বস ভক্তদের মন এবার পলকে ভালো করে দিলেন ভাইজান, কোন সুখবরে বেজায় খুশি বসের ঘরের সদস্যরা। 

গত কয়েকদিন ধরেই বিগ বস ভক্তদের বেশ মন খারাপ। শেষ হতে বসেছে এই রিয়ালিটি শো, টিকিট টু ফিনালে পর্বের ইতি, ১৬ তারিখেই এই শো-এর ফাইলান (Ticket To Finale)। এমন অবস্থায় টানটান উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল রবিবারের পর্ব। এদিনই ছবি ভক্তদের জন্য একগুচ্ছ চমক। সলমন খানের সঙ্গে বিগ বসের প্রতিযোগীদের বাাকবিতন্ডা এই প্রথম নয়। ভারতের সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের অন্দরমহলে নিত্য গজিয়ে থাকা নানান গসিপ সর্বদা দর্শক মহলে চর্চিত হয়ে থাকে। তার জেরেই জনপ্রিয় এই শো, যার পরতে-পরতে লুকিয়ে নতুন অধ্যায়। দিন দিন বেজায় কটিন হয়ে দাঁড়াচ্ছে সেলেবদের কাছে এই ঘরে টিকে থাকা। 

কয়েকদিন ধরেই দর্শকদের নজরে এসেছে রবিবারের বিশেষ পর্বের প্রোমো (Bigg Boss 15 Promo), সেখানেই দেখা য়ায় বেশ কিছু স্পেশ্যাল অতিথিদের উপস্থিতি। যেকানে সেলেবদের পড়তে হয় কড়া প্রশ্নের মুখে। ধীরে ধীরে এই রিয়ালিটি শো (Reality Show) পৌঁছে গিয়েছে এক কঠিন মুহূর্তে, যেখানে একটি ভূল মানেই প্রতিযোগিতা থেকে বাইরে। শেষ লগ্নে এসে নিজেকে প্রমাণ করার আর কোনও সুযোগ নেই, এমনই পরিস্থিতিতে ভাইজান শোনালেন, এখনই শেষ হচ্ছে না বিগ বস, বরং তার মেয়াদ বাড়িয়ে করে দেওয়া হল আরও দুই সপ্তাহ বেশি। 

 

 

এতেই পলকে চমকে উঠলেন সকলেই। খুশির মেজাজ ধরা দিল বসের ঘরে। দুটি সপ্তাগহে পরতে পরতে বদলাতে পারে সকলের ভাগ্য, জেতা বাজি হরে যেতে পারেন কেউ, কেউ আবার বড় ধাক্কার মুখে পড়তে পারেন। ফলে খেলার মোর ঘুরিয়ে দেওয়ার জন্য একটি সপ্তাহ যথেষ্ট, সেখানে টানা দু সপ্ততাহ পাওয়া গেল অতিরিক্ত। এমন সময় সবার লক্ষ্যে টিকিট টু ফিনালে, সেরার সেরা লড়াইয়ে শেষ পর্যায় পর্যন্ত টিকে থাকতে মরিয়া সকলেই। বিগ বস ১৫ এবার শুরু হওয়ার আগেই ওটিটি-র মাধ্যমে হয়ে গিয়েছিল আরও এক পর্ব, তবে বর্তমানে এই রিয়ালিটি শো-তে মুখ ও মুখোশের লড়াইতে এগিয়ে তা নিয়ে চলছে চুল চেরা বিচার। 

আরও পড়ুন- Deepika Padukone On COVID 19: মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব দীপিকা

আরও পড়ুন- KATRINA-VICKY RELATION: বিটাউনের অলক্ষ্যে বন্ধুর বাড়িতেই বাড়ছিল সম্পর্ক, ভিক্যাটের গোপন ফান্ডা ফাঁস

সলমন খানের ছরি তো রয়েইছে, এবার বিশেষ সেলেবদের উপস্থিতিতে রবিবার জমে উঠে বিগ বসের ঘর, সওয়াল জবাবের তোরে একের পর এক প্রতিযোগী হলেন বোল্ড আউট। অন্যদিকে টিকিট টু ফিনালে জিতে নেওয়ার জন্যও হাতে মেলে বেশ কিছুটা অতিরিক্ত সময়। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?