Bigg Boss 15: বিগ বস ফাইনালে আবেগঘন সলমন, শেহনাজকে দেখেই চোখের জলে ভাসলেন ভাইজান

শেহনাজ গিল, এক কথায় বলতে গেলে তিনি হলেন বিগ বসের ঘরের এক অন্যতম প্রাণকেন্দ্র, তাই এই শো-এর ফাইনালেও পেলেন তিনি ডাক, আর সেই সুবাদেই হাজিরা, কিন্তু সেটে পা রাখতেই নিজেকে ধরে রাখতে পারলেন না শেহনাজ গিল।

বিগ বস (Bigg Boss 15), সর্বাধিক চর্চিত ও জনপ্রিয় রিয়ালিটি শো (Reality Show)। যার পরতে-পরতে জড়িয়ে থাকা নানান ওঠা পড়ার কাহিনি দর্শকদের সঙ্গে সেলেবদের প্রতিটা মুহূর্তে কানেকশন, এক কথায় বলতে গেলে যে স্বাভাবিকের থেকে বেশ গভীর। টানা কয়েকমাস ধরে সেলেবদের (Bigg Boss Celebrity) ওপর চোখ রেখে যাওয়া, তাঁদের সব বিষয় খুব কাছ থেকে জানতে পারা দেখতে পারা, আর ধীরে ধীরে তাঁরাই যেন কখন দর্শকদের ড্রইং রুমের একজন হয়ে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হল না। একইভাবে প্রতিটা চরিত্রের সঙ্গে জুড়ে থাকেন সলমন খানও (Salman Khan)। তিনিও যেন কোথাও গিয়ে সকলকে বেশ কাছ থেকেই দেখে থাকেন এই রিয়ালিটি শো-তে সঞ্চালক হিসেবে। ঠিক যেমনটা হয়েছিল সিদ্ধার্থ (Siddhath Sukhla) ও শেহনাজের (Shehnaaz Gill) সঙ্গে। 

Latest Videos

শেহনাজ গিল, এক কথায় বলতে গেলে তিনি হলেন বিগ বসের ঘরের এক অন্যতম সদস্য, যাঁর সঙ্গে জড়িয়ে বসের ঘরের একাধিক স্মৃতি। তাই এই শো-এর ফাইনালেও পেলেন তিনি ডাক, আর সেই সুবাদেই হাজিরা, কিন্তু সেটে পা রাখতেই নিজেকে ধরে রাখতে পারলেন না শেহনাজ, চোখের জলে ভাসলেন, মুহূর্তে চোখের জল বাধ মানল না ভাইজানেরও, শেহনাজকে সান্তনা দিতে জড়িয়ে ধরলেন সলমন, সম্প্রতি নেট দুনিয়ায় এই ভিডিও হয়ে উঠল ভাইরাল। সামনেই বিগ বস ফাইনাল, আর তা ঘিরেই এখন ভক্তমহনে উত্তেজনার পারদ তুঙ্গে। 

 

আরও পড়ুন- Lata Mangeshkar Health Update: কেমন আছেন লতা মঙ্গেশকর, জেনে নিন কিংবদন্তী সঙ্গীত শিল্পী

আরও পড়ুন- Salman Khan: ঝলকে তুলেছিল ঝড়, প্রকাশের পর সুনামি, সলমানের সঙ্গে নাচতে আপনি

আরও পড়ুন- Baba O Baby : সত্যিই কি 'বাবা হওয়া এত সোজা নয়', ঠিক কতটা পাগল অবস্থা যীশুর, দেখে নিন

এবার সেই মঞ্চ থেকে ভাইরাল হয়ে গেল শেহনাজ ও সলমনের ভিডিও। শেহনাজ গিল, গত দুবছর ধরেই এই নাম সকলের কাছে অতি পরিচিত। একের পর এক ফেমে হয়ে ওঠেন ভাইরাল, শরীরে মেদ, তিনিই ছিলেন সলমনের চোখে ক্যাটরিনা, কিন্তু সেই শেহনাজকেই যে আমুল বদলে দেওয়া সম্ভব, তা ভক্তমহল সেভাবে ভেবে উঠতে পারেনি, যা করে দেখিয়েছিলেন সিদ্ধার্থ। বিগ বসের (Bigg Boss 13) সেটে প্রথম দেখা। তবে থেকেই ধীরে ধীরে পথ চলা শুরু করেছিলেন সিদ্ধার্থ শেহনাজ (Siddhart Sukhla-Shehnaaz Gill), মজার ছলে গড়ে ওঠা সম্পর্ক যে এতটা পরিমাণে গভীর হয়ে যাবে, তা হয়তো বুঝতেও পারেননি তাঁরা দুজনে। প্রথম মালুম হয় বিগ বসের ঘরেই। বিগ বসের নির্দেশে একবার সিদ্ধার্থকে বার করে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। তখনই ক্যামেরার সামনে ধরা দিয়েছিল শেহনাজের এক অন্য লুক। আর সেই সম্পর্কের টান আজও শেহনাজকে তারিয়ে নিয়ে বেড়াচ্ছে, তার প্রমাণ মিলল আরও একবার। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের