সলমনের পরিবারেও 'Covid'-এর থাবা, চলছে করোনার সঙ্গে আপ্রাণ লড়াই, কেমন আছেন ভাইজান

Published : May 11, 2021, 08:16 AM ISTUpdated : May 11, 2021, 08:25 AM IST
সলমনের পরিবারেও 'Covid'-এর থাবা, চলছে করোনার সঙ্গে আপ্রাণ লড়াই, কেমন আছেন ভাইজান

সংক্ষিপ্ত

 রাধে মুক্তির মাত্র তিনদিন আগেই খারাপ খবর সলমনের পরিবারে সলমন খানের পরিবারেও গ্রাস করল করোনা ভাইরাস নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাইজান সলমনের দুই বোন অলভিরা এবং অর্পিতা দুজনেই করোনা পজিটিভ

 বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনা ভাইরাসের কবলে বলিউডের ভাইজানের পরিবার। সলমন খানের পরিবারেও গ্রাস করল করোনা ভাইরাস। একথা নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাইজান। সলমনের দুই বোন অলভিরা এবং অর্পিতা দুজনেই করোনা পজিটিভ।

আরও পড়ুন-'ভার্জিনিটি লস থেকে সঙ্গম' যেন জলভাত, তাও কেন বিছানায় এত বেশি সময় নেন রণবীর, জানুন সত্য...

 

 

মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালাচ্ছে সলমনের দুই বোন। করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সলমন বলেছেন, এতদিন দূরের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনতাম, এবার করোনা নিজের ঘরে ঢুকে পড়েছ। গত বছরও কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার দুই ড্রাইভার। এবার পরিবারে করোনা সংক্রমণে অনেক বেশি চিন্তা বাড়াচ্ছে।

 

 

রাধে মুক্তির মাত্র তিনদিন আগেই খারাপ খবর সলমনের পরিবারে। ছবির প্রমোশন্যাল ইন্টারভিউতেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সলমন খান। আগামী বৃহস্পতিবার ওটিটি এবং থিয়েটারে মুক্তি পাচ্ছে এই ছবি। করোনায় দুই বোন আক্রান্ত হওয়াক পরই সলমনকে নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও তিনি আপাতত সুস্থ আছেন। করোনা মোকাবিলাতেও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন সলমন খান।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?