আর একটু হলেই ক্যামেরার সামনে খুলে যেত ফিনফিনে শাড়ি! ভাইরাল ভিডিও শেয়ার করলেন উরফি জাভেদ

Published : Oct 18, 2022, 07:39 AM IST
আর একটু হলেই ক্যামেরার সামনে খুলে যেত ফিনফিনে শাড়ি! ভাইরাল ভিডিও শেয়ার করলেন উরফি জাভেদ

সংক্ষিপ্ত

উরফির ভক্তরা নিশ্চয়ই এটা জানেন যে সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর গান 'হায় হি ইয়ে মজবুরি'। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি বেশ সাড়া পাচ্ছে। একই সময়ে, উরফি প্রায়শই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নানা ভিডিও শেয়ার করেন। এসবের মাঝেই এবার তিনি শেয়ার করলেন আরেকটি ক্লিপ। এই ক্লিপটি তার গানের শুটিং চলাকালীন।

টিভি অভিনেত্রী এবং মডেল ওরফে জাভেদ লাইমলাইটে থাকার একটি সুযোগও হাতছাড়া করেন না। সম্প্রতি, এই অভিনেত্রী তার ২৫ তম জন্মদিন খুব ধুমধাম করে উদযাপন করেছেন। উরফি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এর কিছু ভিডিও শেয়ার করেছেন যা খুব ভাইরাল হয়েছে। এসবের মাঝে এবার উরফির আরেকটি ভিডিও সামনে এসেছে। যাইহোক, এই ভিডিওতে, অভিনেত্রীকে দেখা গিয়েছে ওপস মোমেন্টে পড়তে।

বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফির। তার খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। তবে এবার ঠিক কি কান্ড ঘটালেন উরফি, চলুন জেনে নিই পুরো বিষয়টি-

উরফির ভক্তরা নিশ্চয়ই এটা জানেন যে সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর গান 'হায় হি ইয়ে মজবুরি'। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি বেশ সাড়া পাচ্ছে। একই সময়ে, উরফি প্রায়শই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নানা ভিডিও শেয়ার করেন। এসবের মাঝেই এবার তিনি শেয়ার করলেন আরেকটি ক্লিপ। এই ক্লিপটি তার গানের শুটিং চলাকালীন।

আরও পড়ুন

'আমি ঠিক আছি', হাত ধরতে গেলেই রণবীরকে একথা কেন বললেন আলিয়া

ভুলেও প্রেমিকাকে পেট উপহার দেবেন না, আলিয়র জন্য কি এখনও হাত কামড়ান সিদ্ধার্থ মালহোত্রা

লো নেকে স্পষ্ট বক্ষ-বিভাজিকা, বেবিবাম্প আগলে ধরে হট পোজে ভাইরাল হবু মা আলিয়া

ভিডিওতে, অভিনেত্রীকে একটি কমলা রংয়ের ফিনফিনে শাড়ি পরে দোলনায় দোল খেতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে তার হায় হি ইয়ে মজবুরি গানটি। ভিডিওতে বেশ কয়েকজন জুনিয়র আর্টিস্টকেও দেখা গিয়েছে। কিন্তু আচমকা তারপর এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি।

ভিডিওতে দেখা গিয়েছে দোলনা ধরে নাচছেন উরফি। বৃষ্টির আবহ। সঙ্গে প্রায় অনাবৃত উর্দ্ধাঙ্গে সুতোর মত শাড়ি লেপ্টে রয়েছে শরীরে। নাচতে গিয়ে হঠাৎ উরফির পা পিছলে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। তিনি ভাগ্যবান যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা সঠিক সময়ে অভিনেত্রীকে ধরে ফেলেন। নয়তো বড় ধরণের চোট পেতে পারতেন অভিনেত্রী। 

এই ভিডিওটি উরফি নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'ইয়ে তো সাচ কা হি হি হো গয়া থা'। ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও তা নিয়ে বেশ অনেক রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন যে এই ধরনের দৃশ্য করার সময় তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, একই সময়ে, অনেকে অভিনেত্রীর চেহারা এবং গানের প্রশংসাও করেছেন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য
Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?