জুতো গেল চুরি, খালি পায়েই ফিরলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

  • মন্দিরের সামনে থেকে জুতো চুরি যায় স্বরা ভাস্করের
  • এমনই এক অভিজ্ঞতার সামনা সামনি হলেন অভিনেত্রী 
  • মাথা গরম না করে, মজার ঘটনা হিসেবেই নিলেন এটি
  • শাবানা আজমীর এবং দিব্যা দত্ত-এর সঙ্গে স্ক্রীন শেয়ার করছেন তিনি

ম্যাজিক দেখতে সবাই ভালোবাসে। তবে, পুজো দিয়ে ফেরার পর মন্দিরের সামনে রাখা আস্ত জুতো জোড়া যদি বেমালুম হাওয়া হয়ে যাওয়ার ম্যাজিক কেউ দেখায়, তখন বোধহয় তাকেও ম্যাজিক করে দিতেই ইচ্ছে হয়, আমজনতার। 

আরও পড়ুন- ১৮ বছর আগের মালাইকার এই ছবি, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
এবার এমনই এক অভিজ্ঞতার সামনা সামনি হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। পুরও মুম্বই যখন গণেশ চতুর্থীর উৎযাপনে মাতোয়ারা, ঠিক তখনই তিনি তাঁর শখের কোলাপুরী জুতো জোড়া হারালেন মুম্বইয়ের মন্দিরের সামনে থেকে। আর সেখান থেকে ফিরলেন খালি পায়ে। তখন কী আর করা যায়! 'ভিরে দি ওয়েডিং'-এর বুদ্ধিমতা স্বরা, তাই মাথা গরম না করে, মজার ঘটনা হিসেবেই নিলেন এটাকে। তারপর ইনস্টাগ্রামে স্মাইলি ইমোজি দিয়েই বোধহয় আমাদের কে মনে করালেন- এমন ম্যাজিক আমাদের সঙ্গেও হয়। 

Latest Videos

আরও পড়ুন- শহরে আসছে নতুন জুটি, অতনু ঘোষের পরবর্তী ছবিতে জয়া ও প্রসেনজিৎ
তবে যাই হোক, হিমাংশু শর্মার সঙ্গে ব্রেকাপের পর এই মুহূর্তে খুশি তিনি তাঁর জীবন নিয়ে। ৩১ বছর বয়সী স্বরা এখন রীতিমতো ব্যস্ত, তাঁর ক্যারিয়ার নিয়ে। ফারাজ আরিফ আনসারির, 'শির খুরমাফ'-তে তিনি শাবানা আজমীর এবং দিব্যা দত্ত-এর সঙ্গে স্ক্রীন শেয়ার করছেন।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar