মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিশাখাপত্তনম, শোকজ্ঞাপনে সামিল বলিউড

Published : May 08, 2020, 02:43 PM IST
মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিশাখাপত্তনম, শোকজ্ঞাপনে সামিল বলিউড

সংক্ষিপ্ত

বিশাখাপত্তনমের ভয়াবহ দুর্ঘটনার স্তম্ভিত দেশ সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বলিউড তারকারা মৃতদের পরিবারের প্রতি জানালেন সমবেদনা অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করলেন তাঁরা 

বৃহস্পতিবার ভোরে বিশাখাপত্তনমের চেনা ছবিটা গিয়েছিল বদলে। লকডাউন নয়, তা ভেঙে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ঘর ছেড়ে পথে নেমে এসেছিলেন হাজার হাজার মানুষ। মুহূর্তে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। পুলিশের কাছে ১০০ ডায়েলে খবর পৌঁচ্ছে ছিল রাত তিনটের সময়। গ্যাস লিক করেছে। করোনার সচেতনতা বার্তা ভুলে হাসপাতালের বেড ভরে উঠেছিল হাজার হাজার মানুষে। মৃত্যু কেড়েছে এখনও পর্যন্ত ১৭ জনের প্রাণ। ভয়াবহ দুর্ঘটনা দেখে নিরবতা ভাঙল বলিউড। সোশ্যাল মিডিয়ায় করলেন শোকজ্ঞাপন। 

আরও পড়ুনঃ লকডাউনে 'রবীন্দ্র জয়ন্তী', রবি স্মরণে টলি তারকাদের একঝলক

ভাইজাগের ঘটনাতে শোকজ্ঞাপন করলেন অনুপম খের। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শোকবার্তা। 

 

কার্তিক আরিয়নও শোক প্রকাশ করেন। ঘটনা চোখে পড়ার পরই হতবাক হন সকলেই। এভাবে মানুষের অসুস্থ হয়ে পড়া, মৃত্যু কখনই কাম্য নয়। 

 

একই সুরে বললেন ভূমি পেডনেকর, খবর পাওয়া মাত্রই তিনি শোকাহত হন। যাঁরা অসুস্থ তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। 

 

মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন সানি দেওল। যাঁরা অসুস্থ তাঁদের জন্য প্রার্থণা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অভিনেতা। 

 

পরিচালক করণ জোহার জানিয়েছিলেন তিনি এই ঘটনাতে হতবাক। মর্মান্তিক ঘটনা শিকার বিশাখাপত্তনম। তিনি মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?