ভয়ঙ্কর জঙ্গি হামলার ১১ বছর পূর্তি, শ্রদ্ধা জানাল বলিউড

  • ২৬/১১-এর মুম্বই হামলা যা আজও স্মরণীয় হয়ে রয়েছে সারা দেশবাসীর কাছে
  • বল রক্তস্রোতে ভেসে গিয়েছিল গোটা দেশ
  • জঙ্গি হামলায় নিহত সাধারণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানাল গোটা বলিউড
  • এই সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৬৬ জন সাধারণ মানুষ, আহত হয়েছিলেন ৩০০ 

Riya Das | Published : Nov 26, 2019 12:36 PM IST / Updated: Nov 26 2019, 06:12 PM IST

২৬/১১-এর মুম্বই হামলা যা আজও স্মরণীয় হয়ে রয়েছে সারা দেশবাসীর কাছে। সালটা ২০০৮, ২৬ নভেম্বর। ভয়াবহ সন্ত্রাসবাদীর হামলা হয়েছিল মুম্বই শহরে। প্রবল রক্তস্রোতে ভেসে গিয়েছিল গোটা দেশ।  আজ সেই ভয়ঙ্কর দিন। জঙ্গি হামলার ১০ বছর কেটে গিয়েছে।  আজ এই ১১-তম বর্ষপূর্তিতে আবারও সেই ভয়ঙ্কর স্মৃতি  মনে পড়ে গেল সবার। জঙ্গি হামলায় নিহত সাধারণ ও শহীদদের আত্মার শান্তিকামনা করে শ্রদ্ধা জানালেন গোটা বলিউড।

অর্জুন কাপুর ট্যুইটারে জানিয়েছেন,

ভারতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এই সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৬৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় ৩০০ মানুষ।মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেল থেকে ওবেরয়-ট্রিডেন্ট, সিটিএস,ক্যাফে লিওপোল্ড, কামা হাসপাতাল, নারিম্যান হাউস  সবতিছু তছনছ হয়ে গিয়েছিল। আজও তার ক্ষত চিহ্ন রয়ে গেছে প্রতিটি ভারতবাসীর মনে।

বরুণ ধাওয়ান ট্যুইটারে জানিয়েছেন,

যারা দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অজয় দেবগণ, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, মধুর ভান্ডারকর, ভূমি পেড়নেকর , সহ ভারতীয় খেলোয়াড়রা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।  বীর যোদ্ধাদের আত্মবলিদনকে কুর্ণিশ জানিয়েছেন প্রত্যেকেই। 

অমিতাভ বচ্চন ট্যুইটারে জানিয়েছেন,

Share this article
click me!