আলিয়া-রণবীরের বিয়ে কবে, পর্দাফাঁস দীপিকার

Published : Nov 26, 2019, 01:32 PM ISTUpdated : Feb 25, 2020, 12:27 PM IST
আলিয়া-রণবীরের বিয়ে কবে, পর্দাফাঁস দীপিকার

সংক্ষিপ্ত

আবারও  রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড কবে বিয়ে করছেন আলিয়া, খোদ জানালেন দীপিকা সেই কাঙ্খিত বিয়ের জল্পনা উস্কে দিলেন দীপিকা সম্প্রতি কিছুদিন আগেই  তাদের বিয়ের ভুয়ো কার্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়

একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে নিয়ে আপাতত সরগরম গোটা বলিউড। আগের বছর ইতালির কেমো লেকের ধারে রাজকীয় বিয়ের আসরের পর আবারও  রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড। বহুদিন ধরেই এই অপেক্ষায় রয়েছে বি-টাউন। কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বলি মহলের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক  নিয়ে স্পিকটি নট রয়েছেন আলিয়া রণবীর।

আরও পড়ুন-বাংলা ছেড়ে এবার দক্ষিণে, উন্মুক্ত বক্ষে নজর কাড়লেন বঙ্গতনয়া রাইমা...

সম্প্রতি ফিল্ম ক্যাম্পেনিয়ন এর একটি আলোচনা সভায় এসেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, মনোজ বাজপেয়ী, আয়ুষ্মান খুরানা, বিজয় দেবেরাকোন্ডা সহ আরও অভিনেতারা। আলোচনা সভা চলাকালীন হঠাৎ করেই দীপিকা এবং আলিয়াকে দেখে বিজয়  বলে ওঠেন, 'একসময়ে দু'জনের প্রতি চরম ভাললাগা ছিল বিজয়ের। কিন্তু তার মধ্যে দীপিকা তো বিয়েটা সেরেই নিলেন।' এই কথাবার্তা চলাকালীন হঠাৎ করেই বিজয়কে মাঝপথে থামিয়ে দিয়ে দীপিকা বলে ওঠেন, 'আরে আলিয়াও তো বিয়ে করতে চলেছে'।

আরও পড়ুন-শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'...

দীপিকার এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান আলিয়া। তিনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দেন দীপিকার দিকে। আলিয়া বলেন, 'আরে, তুমি এই ঘোষণা কেন করলে'? পরিস্থিতি সামাল দিয়ে গিয়ে দীপিকা জানান, 'আমি এটা মজার ছলেই বললাম'।  সম্প্রতি কিছুদিন আগেই  তাদের বিয়ের ভুয়ো কার্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। আবারও সেই কাঙ্খিত বিয়ের জল্পনা উস্কে দিলেন দীপিকা। উল্লেখ্য, আগের বছরই কফি উইথ করণ-এর শো-এ এসে দীপিকার বিয়ের কথা উস্কে দিয়েছিলেন আলিয়া। আর বছর ঘুরতে না ঘুরতেই সেই মুহূর্ত যেন আবারও ফিরে এল। পাকাপাকিভাবে কবে তারা গাটছড়া বাঁধতে চলেছেন এটা জানার জন্যই মুখিয়ে রয়েছে দর্শক।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক