৫৫-এ পা শাহরুখের, বাংলা থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

Published : Nov 02, 2020, 05:30 PM ISTUpdated : Nov 02, 2020, 05:58 PM IST
৫৫-এ পা শাহরুখের, বাংলা থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

সংক্ষিপ্ত

শাহরুখ খানের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা টুইটারের মাধ্যমেই চলল ভার্চ্যুয়াল উইশ টুইটে শাহরুখের সুস্বাস্থ্য ও সাফল্যের কামনা করলেন মুখ্যমন্ত্রী টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শাহরুখ খানের সঙ্গে বাংলার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারেই ভিন্ন। নিজের ভাইয়ের মতই দেখেন শাহরুখকে। অন্যদিকে দিদির এক ডাকে কলকাতায় যেকোনও আমন্ত্রণ পেয়ে চলে আসেন শাহরুখ। আজ তাঁরই জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। টুইটারে শাহরুখের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী লিখেছেন, "জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা তোমায় শাহরুখ। তোমার সুস্বাস্থ্য এবং সাফল্যের কামনা করি সর্বদা, আমার 'চার্মিং' ভাই। আশা করি আগামী দিনে তোমার জীবন সাফল্যে ভরে যাক।" মমতার টুইটের পরও বাংলার একাধিক শাহরুখ ভক্তরা কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শ্রদ্ধা জানিয়ে চলেছে। 

আরও পড়ুনঃ'খড়কুটো'য় বিয়ের সানাই, ছাদনাতলাতেই শুরু গুনগুন-সৌজন্যের খুনসুটি

 

২ নভেম্বর ৫৫-তে পা দিলেন শাহরুখ। তবে তাঁকে দেখে অবশ্যই বয়স ধরার কোনও সুযোগ নেই। এই প্রথমবার করোনা আবহের কারণে শাহরুখের বাড়ি মন্নতের সামনে অন্যান্য বছরের মত ভক্তের ভিড় জমেনি। অন্যবার পুলিশ মোতায়েন করতে হয় তাঁর বাড়ির সামনে। জ্যামও সাংঘাতিক হয়। এবারে তেমন কিছুই হয়নি বলে খানিক দুঃখিত হয়েছিল অনুরাগীরা। 

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের