
পরিচালনার ক্ষেত্রে বেশ কিছুটা ফাঁক রেখে গেলেন শকুন বাত্রা। তাঁর গল্প বলার ধরনেই এক ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে গেল ছবির রেটিং। একই ধাঁচে ও একই ছাঁচে গল্প বলা, নতুন কোনও স্টাইল বা গল্প বলার ধরনকে খুব একটা গুরুত্ব না দিয়ে গতে গল্প ফেঁদে উপস্থাপনার ফলে বেশ কিছুটা পিছিয়ে পড়ল গেহরাইয়া ছবি, গল্পের গতী, গল্প বলা ও চরিত্রের বিন্যাসে বেশ কিছুটা ফাঁক রেখে গেল এই ছবি। ছবি মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড়, নেগেটিভ রিভিউতে তোলপাড় নেটপাড়া। ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন, সফট পর্নের তকমা পেয়েছে গেহরাইয়া। তবে ছবির সেলিবং পয়েন্ট নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন।
একমাত্র ছবির সেলিং পয়েন্ট কখনই অন্তরঙ্গ দৃশ্য হতে পারে না। কারণ একটা ছবি চলার জন্য তাতে যা যা লাগে তার মধ্যে অন্যতম হল ছবির চরিত্রের গঠন। আর এই ছবি যাঁরা দেখবেন তারা বুঝতে পারবেন যে চরিত্রের খাতিরে এখানে শারীরিক সম্পর্কটা ঠিক কতটা প্রয়োজনীয় ছিল। মন বদল, সম্পর্কের বোঝা পড়া, বিশ্বাস অবিশ্বাস, আর সেখান থেকেই নতুন স্বপ্ন দেখার পথটা যেন আরও গভীর। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সম্পর্কের নিরিখে মোটেই সুখী নয়, অন্যদিকে তাঁর বোন বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা জীবনের মূল্যবান মুহূর্তেগুলো। এমনই এক সময় চার ব্যক্তির মুখোমুখি আলাপ, সম্পর্কের জল গড়ায় উল্টো পথে, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbedi) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে থাকে। অনুভূতি গুলো বাড়তে থাকলেও বিবেকের কাছে বারে বারে প্রশ্নের মুখোমুখি হওয়া, এর পরিণতী কী বা কোথায়!
আরও পড়ুন-'মাস্ক পরুন করোনা দূর করুন', কোভিড রুখতে কলকতা পুলিশের হয়ে প্রচার দেবের
আরও পড়ুন-ঠাঁই মিলছে না রোগীর, কোভিড আক্রান্তকে হাসপাতালে ভর্তি করলেন সাংসদ অভিনেতা দেব
ছবিটি দীপিকা ভক্তদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ, কিন্তু এর বাইরে সম্পর্কের নিরিখে গল্পের যৌলুস খুব একটা টিকে থাকল না। কোথাও গিয়ে যেন গল্পের পরতে-পরতে জড়িয়ে থাকা নানান ওঠা পড়ার কাহিনি ছবিকে বেশ কিছুটা ভেঙে মুচরে আবারও গড়ে তোলার যে ব্যর্থ চেষ্টা করেছে, সেখানেই বেশ কিছুটা নিরাশ হতে হয় দর্শকদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া ছবি মুক্তি পেতেই ভক্তমনে কমল উত্তেজনার পারদ।