মাদকচক্রে এবার বিপাকে দিয়া মির্জার বোন ও প্রাক্তন ম্যানজার, উদ্ধার হল গাঁজা

  • মাদকচক্রে এবার নাম দিয়ার বোনের 
  • সঙ্গে উঠে এলো প্রাক্তন ম্যানেজারের নাম 
  • এনসিবি-র নজরে এবার এই সেলেব পরিবার 
  • উদ্ধার করা হল গাঁজা 

২০২০ সালে বলিউডের অন্দরমহলের ওপর দিয়ে বইতে থাকা অন্যতম ঝড়ের নামই হল মাদক কেস। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তা এনসিবি-র নজরে আসে। রিয়া চক্রবর্তীকে জেরা করতে গিয়েই ফাঁস একাধিক তথ্য। উঠে এসেছিল বলিউড ও মাদক কেসের মধ্যে একাধিক সংযোগের খবর। একের পর এক সেলেব মহলের নাম সামনে আসতে থাকে। তা দেখেই তড়িঘড়ি তদন্তে নেমে পড়ে এনসিবি। বছর ঘুরতেও চলতে থাকে সেই তদন্তের রেশ। 

আরও পড়ুন- অযাচিত হোটেল বিতর্ক, BMC-র বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ সোনু

Latest Videos

এবার নাম উঠে এলো দিয়া মির্জার বোন ও তাঁর প্রাক্তন ম্যানেজারের। এনসিবি-র খপ্পরে সম্প্রতি ধরা পড়ল চার। যার মধ্যে দুজন হলেন বিদেশী, আর দুজন ভারতীয়। এই দুইয়ের মধ্যেই উঠে এলো এনাদের নাম। খবর পেতেই চিরুনি তল্লাশি শুরু করে দেয় নার্কোটিক্স। মুহূর্তে হাতে আসে একাধিক পার্সেল। যেখান থেকে উদ্ধার হয় গাঁজা। এক বা দুই কেজি নয়, প্রায় ২০০ কেজি গাঁজা পাচার ও সরবরাহ চক্রের খবর ফাঁস হতেই বিপাকে পড়তে হয় এই দলকে। 

 

সূত্রের খবর অনুযায়ী বলিউডের অন্দরমহলে গাঁজা সরবরাহের কাজ করত এই দলটি। যেখানে পূর্ণ সমর্থন ও সহযোগিতা ছিল দিয়ার বোনের। দুই বিদেশীকে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত  দিয়ার বোন ও ম্যানেজারকে গ্রেফতার করেনি স্থানীয় পুলিশ। বর্তমানে চলছে জেরা পর্ব। বিস্তারিতভাবে দেখা হচ্ছে এরসঙ্গে আর কারুর কোনও যোগ রয়েছে কি না। 
 

Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ