'দিলজিৎ কোথায় ', কুইনের কটাক্ষের মোক্ষম জবাবে রোজনামচা ধরালেন পাঞ্জাবি তারকা

  • কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের টুইট যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে
  • কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে টুইটারে সেলেবদের একহাত নিয়েছেন কঙ্গনা
  • দিলজিৎ কোথায়, সকলে তাকে টুইটারে খুঁজজে, টুইট কঙ্গনার
  • মোক্ষম জবাবে নিজের রোজনামচা তুলে ধরেছেন দিলজিৎ

বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। বলিউডে একের পর এক তর্জা যেন বেড়েই চলেছে।  থামছে না বাকযুদ্ধ। কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের টুইট যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। আর এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কেন্দ্রের কৃষি বিল বিরোধী আন্দোলন।  শুরু থেকেই কৃষকদের পাশে ছিলেন দিলজিৎ। অন্যদিকে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে টুইটারে সেলেবদের একহাত নিয়েছেন কঙ্গনা। সেখান থেকেই সূচনা বাকযুদ্ধের।

আরও পড়ুন-লো নেক লাইনে বেরিয়ে সুডৌল স্তন, 'Nice Shape N Size' বলে কটাক্ষ নেটিজেনদের...

Latest Videos

গতকাল রাতেই টুইটারে ফের বিস্ফোরক টুইট করে কঙ্গনা জানিয়েছেন,' আজ প্রায় ১২ ঘন্টার শিফট শেষ করলাম হায়দরাবাদে, এরপরই চেন্নাইতে উড়ে এলাম চ্যারিটি ইভেন্টে যোগ দিতে, কেমন দেখতে লাগছে আমাকে হলুদ শাড়িতে, আর দিলজিৎ কোথায়, সকলে তাকে টুইটারে খুঁজজে।' মুহূর্তের মধ্যে এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 

যদিও চুপ থাকার  পাত্র নন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। তিনিও মোক্ষম জবাবে নিজের রোজনামচা তুলে ধরেছেন। এবং লিখেছেন, 'যারা আমার খোঁজখবর নিচ্ছেন, তাদের উদ্দেশ্য জানানো সকালে উঠে জিমে গিয়ে, আমি সারাদিন কাজ করেছি এবার আমি ঘুমোতে যাব, আর এটাই আমার গোটা দিনের শেডিউল।'

 

 

কেন্দ্রের কৃষি বিল বিরোধী আন্দোলনে দিলজিৎ ছাড়াও প্রিয়ঙ্কাকে একহাত নেন কঙ্গনা। তিনি তখনও জানিয়েছিলেন সমস্যা তাদের নিয়ে নয়, তবে যারা ওদের সমর্থন করছে তাদের দিয়ে। কারণ তারা সকলেই এই বিলের গুরুত্ব জানেন। তবে শুধু কৃষি বিল নয়, সমস্ত কিছুতেই একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।সম্প্রতি  টুইট নিয়ে নতুন বিতর্কে আর এক ধাপ এগিয়ে গেলেন বলিউডের কুইন। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন