লকডাউনে একঘেয়েমি লাগছে, দিশার হট মুভস কাটাবে বোরডম

Published : Apr 19, 2020, 01:22 PM ISTUpdated : Apr 19, 2020, 01:30 PM IST
লকডাউনে একঘেয়েমি লাগছে, দিশার হট মুভস কাটাবে বোরডম

সংক্ষিপ্ত

লকডাউনে বসে বসে হাতে স্মার্টফোন নিয়েও বেশিক্ষণ কাটানো মুশকিল। সেখানেও একটা একঘেয়েমি চলে আসে।  তবে দিশা পাটানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গেলে আর বোর হওয়ার কিছু নেই। সম্প্রতি নিজের হট মুভসে ভাইরাল হলেন অভিনেত্রী।

লকডাউনে কীভাবে এন্টারটেন করতে হয় ভক্তদের তার পিএইচডি করে ফেলেছেন দিশা পাটানি। অভিনেত্রীর নিজের হট মুভস নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। বিয়ন্সের গানে কয়েকদিন আগেই নোরা ফাতেহি আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নোরার থেকেও অংশে কম যান না দিশা। তিনিও হট পোশাকে নিজের সেক্সি মুভস দেখাতে পিছপা হলেন না। 

আরও পড়ুনঃবন্ধ করা হোক টুইটার, রঙ্গোলির পাশে দাঁড়িয়ে আবেদন কঙ্গনার

ইতিমধ্যেই দিশার থেকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মেয়েই এই ডান্স মুভস অনুসরণ করার চেষ্টা করে চলেছে। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃমহিলা পুলিশের পাশের এবার বলিউড, মিশন সুরক্ষা প্রকল্পে এবার হাজির ভ্যানিটি ভ্যান

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চোদ্দো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক