ভিড়ের সুযোগ নিয়ে দিব্যাঙ্কাকে অসঙ্গতভাবে ছোঁয়ার চেষ্টা, নিমেষে চড় মারলেন অভিনেত্রী

Published : Apr 16, 2020, 02:28 AM IST
ভিড়ের সুযোগ নিয়ে দিব্যাঙ্কাকে অসঙ্গতভাবে ছোঁয়ার চেষ্টা, নিমেষে চড় মারলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

সিনেমা দেখতে গিয়ে ভিড়ের মধ্যে আটকে পড়েন দিব্যাঙ্কা। ভিড়ের সুযোগ নিয়েই অভিনেত্রীকে অসঙ্গতভাবে ছোঁয়ার চেষ্টা এক ব্যক্তির। ভয় না পেয়ে সেই লোকটিকে থাপ্পড় মারেন দিব্যাঙ্কা।

থিয়েটারের সিনেমা দেখতে গিয়েছিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। সেই সময় সিনেমা হলের সামনে একটু বেশি ভিড় ছিল। একের পর এক ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে চারিদিকে। কোনও রকমে ভিড় ঠেলে সিনেমা হলে ঢোকার চেষ্টা করছে সকলে। ভিড়ে আটকে দিব্যাঙ্কা। এরই মাঝে ভিড়ের সুযোগ নিয়ে একটি লোক দিব্যাঙ্কাকে অসঙ্গতভাবে ছুঁতে চেষ্টা করছে।

আরও পড়ুনঃআজও কি বিক্রমকেই দায়ী করা হয় সনিকার মৃত্যুর জন্য, ফিরে দেখা সেই মর্মান্তিক রাত

বুঝতে পেরেই দিব্যাঙ্কা নিমেষের মধ্যে লোকটির হাত চেপে ধরে। লোকটি পালানোর চেষ্টা করতেই দিব্যাঙ্কা আরও চেপে ধরে তাঁকে। বাইরে টানতে টানতে নিয়ে গিয়ে থাপ্পড় মারেন সেই ব্যক্তিকে। এরপরই সেখানকার লোকজনের হাতে রীতিমত মার খায় সেই ব্যক্তি।

আরও পড়ুনঃ'মানি হাইস্ট'র অভিনেত্রী করোনা পজিটিভ, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
 
দিব্যাঙ্কা সম্প্রতি এই ঘটনাটি প্রকাশ্যে আার পাশাপাশি জানান কীভাবে লকডাউন কাটাচ্ছেন তিনি। দিন কতক আগে নিজের ইনস্টাগ্রামে নিজের স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, একই ফ্ল্যাটে আলাদা ঘরে থেকে মিস করছেন বিবেককে। লকডাউনে প্রত্যেক তারকাই নানা পদক্ষেপ নিয়ে চলেছেন।  


আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী