ওয়েব সিরিজে হাতেখড়ি অভিষেকের, প্রকাশ্যে এল ব্রেথ-এর প্রথম লুক

Published : Jun 18, 2020, 03:59 PM ISTUpdated : Jun 18, 2020, 04:12 PM IST
ওয়েব সিরিজে হাতেখড়ি অভিষেকের, প্রকাশ্যে এল ব্রেথ-এর প্রথম লুক

সংক্ষিপ্ত

ডিজিটাল প্ল্যাটফর্মে এবার অভিষেক বচ্চন মুক্তির পথে ব্রেথ ওয়েব সিরিজ থ্রিলারে এবার নয়া লুকে অভিষেক মুক্তি পেল অভিনেতার প্রথম লুক 

এবার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা মিলবে অভিষেক বচ্চনের। ওয়েব সিরিজ ব্রেথ-এর মধ্যে দিয়েই ডিজিটাল দুনিয়াতে হাতেখড়ি হচ্ছে অভিষেকের। ওয়ের সিরিজ ব্রেথ-এর কাজ প্রায় শেষে পথে। পরের মাসেই ছবির মুক্তি। আমাজন প্রাইমে মিলবে ব্রেথ। পরিচালনা করেছেন মৈনাক শর্মা। আবন্দান্তা এন্টার টেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ১০ জুলাই। সিরিজ মুক্তির আগেই সকলের নজর কাড়ল সিরিজে অভিষেকের লুক। 

আরও পড়ুনঃ 'কেন এই পথে সুশান্ত', পুলিশি জেরার মুখে এবার কাস্টিং ডিরেক্টর মুকেশ

বৃস্পতিবার প্রকাশ্যে এল ব্রেথ সিরিজে অভিষেকের লুক। থ্রিলার এই ছবিতে অভিষেকের ধরা পড়তে চলেছে এক ভিন্ন মেজাজ, তা প্রথম লুকই প্রাণ দিল। সিরিজ ঘিরে এক কথায় ভক্তদের কৌতুহল আরও এক ধাপ বেড়ে গেল অভিষেকের লুকে। এক কথায় বলতে গেলে ডার্ক এই ফ্রেমে অভিষেকের স্মার্টনেস ও দম্ভই মূল মন্ত্র। এই ওয়েব সিরিজ নিয়ে অনেক দিন ধরেই চলছে কাজ। এখন তা মুক্তির অপেক্ষায়। 

বর্তমানে লকডাউনে বন্ধ সিনে দুনিয়া। বড় পর্দায় একের পর এক ছবি মুক্তি স্থগিত। এমন সময় দর্শকদের একের পর এক ছবি থেকে ওয়েব সিরিজ উপহার দিয়ে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ব্রেথ মুক্তির দিন ঘোষণা হয়েছিল গত শুক্রবার। অভিষেকের কথায়, সেদিন থেকেই তিনি মানুষের উৎসাহ আরও বাড়তে দেখেছেন। তাঁর মতে এই সিরিজের চিত্রনাট্য দর্শকদের আকৃষ্ট করবে, এবং নতুনদেরও ওয়েব সিরিজের সঙ্গে পরিচয় ঘটাবে। এক কথায় তিনি এই সিরিজ নিয়ে ভীষণ রকমভাবে আশাবাদী। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি