'ইয়ার কী শাদি হ্যায়', বিয়ের আসর থেকে প্রথম ছবি ফাঁস বরুণের

Published : Jan 24, 2021, 10:20 AM IST
'ইয়ার কী শাদি হ্যায়', বিয়ের আসর থেকে প্রথম ছবি ফাঁস বরুণের

সংক্ষিপ্ত

বিয়ের আসর থেকে প্রথম ছবি ফাঁস  মুহূর্তে ভাইরা হয়ে ওঠে বরুণের সঙ্গীতের ছবি নেট দুনিয়ায় নজর কাড়ে দুলহা বরুণ  বন্ধুদের সঙ্গে খুশ মেজাজে পোজ 

বরুণ ধাওয়ানের বিয়ে বলে কথা। বলিউড থেকে শুরু করে ভক্তমহল, এক কথায় সকলের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এমন পরিস্থিতিতে সামনে এসছে একের পর এক বিয়ের আসর থেকে ছবি। কীভাবে সেজে উঠছে আলিবাগ, কীভাবে নিজেকে সাজিয়ে তুলতে চলেছেন বরুণ ধাওয়ান, এমনই নানা ছোট খাটো মুহূর্তের ছবি থেকেও চোখ সরাতে নারাজ ভক্তমহল। কিন্তু কোথায় ছবি!

 

নিজের বাড়ি ছেড়ে যখন বরুণ রওনা হয়েছিলেন আলিবাগের উদ্দেশ্যে, সেই বরুণের পাওয়া শেষ ছবি। তারপর থেকে জামাই রাজার কোনও ছবি পায়নি নেট দুনিয়া। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটন। বন্ধু ও দাদাদের সঙ্গে তোলা একটি ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। বরুণ ধাওয়ানের বিয়ের আসবে উত্তজনার পারদ তুঙ্গে। একটা মাত্র ফ্রেমই বুঝিয়ে দিল এই মুহূর্তে রিসর্টের ভেতরের ছবিটা ঠিক কেমন হতে পারে। 

আরও পড়ুন- বরুণ-নাতাশা বিয়ের আসর, গেস্ট লিস্টে নেই বচ্চন পরিবারের কারুর নাম, কেন

 

 


ভাইরাল ভয়ানি থেকে এই ছবি ছড়িয়ে পড়ে শনিবার। বিয়ের ঠিক আগের মুহূর্তে বলিউডের সুপারস্টারের মুখে লেগে থাকা স্মাইল ও সেরওয়ানি লুক, এক কথায় ইয়ার কি শাদি হ্যায় পোজ, মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত সবেতেই কড়া নির্বাপত্তা ব্যবস্থা। লিক হয়নি একটি ছবিও। তাই সামনে আসা এই একমাত্র ছবিতেই এখন নজর আটকে সকলের। বরুণের বিয়ের আসর পর্ব শুরু, এখন শুধু অপেক্ষা ফাইনাল লুকের। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

জন্মদিনে বড় চমক, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নীল নিতিন মুকেশ
প্রেম দিবসে মৃণালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ধনুশ? তামিল সুপারস্টারের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে