বরুণ-নাতাশা বিয়ের আসর, গেস্ট লিস্টে নেই বচ্চন পরিবারের কারুর নাম, কেন
নয়া প্রজন্মের তারকাদের মধ্যে ইতিমধ্যেই বলিউডে ঝড় তুলেছেন বরুণ ধাওয়ান। সুপারস্টারের তকমা পেতে তাঁর খুব একটা বেশি সময় লাগেনি। অল্প সময় একের পর এক ছবি করা, সেই সময়ের মাঝেই একাধিক বন্ধু ও সেলেব পরিবারের সঙ্গে যোগাযোগ। কিন্তু কেরিয়ারের এই পিক টাইমে বিয়ের আসরই কি কা হয়ে দাঁড়াবে!
- FB
- TW
- Linkdin
কম সময়ের মধ্যেই ভক্তমহলে ও বলিউডে নিজের এক পাকা জায়গা বানিয়ে নিয়েছেন বরুণ ধাওয়ান। সকলের প্রিয় তিনি।
কিন্তু সেই চেনা সমীকরণকেই কি পাল্টে দেবে এবার বরুণ ধাওয়ানের বিয়ের আসর! এমনটাই জল্পনা তুঙ্গে। কারণ হচ্ছে গেস্ট লিস্ট।
খুব ভালো সম্পর্ত ধাওয়ান পরিবারের সঙ্গে রয়েছে বলিউডের অধিকাংশের। কিন্তু তাঁদের নাম নেই নিমন্ত্রণ পত্রে।
যার মধ্যে সব থেবে বেশি নজর কাড়ছে বচ্চন পরিবার। বলিউড কান্ডারী অভিমাভের কাছেই পৌঁচ্ছল না কার্ড, কেন!
সূত্রের খবর অনুযায়ী অভিষেক ও ঐশ্বর্যের বিয়ের আসরের মতই সেজে উঠতে চলেছে এই বিয়ের আসর। তবে ডাক পেলেন না অনেকেই।
তালিকায় নেই অনিল কাপুরের পরিবারের নাম। নাম নেই গোবিন্দারও। অথচ এদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ধাওয়ান পরিবারের।
একইভাবে বাদ থাকল বলি কাপুরের পরিবারও। যদিও কেবল মাত্র ডাক পেয়েছেন অর্জুন কাপুর। তালিকায় সলমন খান তো রয়েছেই।
ঠিক একইভাবে বরুণের মেন্টার করণ জোহারের নামও রয়েছে তালিকাতে। করোনার জেরেই এই সিদ্ধান্ত। ইচ্ছে থাকলে উপায় নেই।
নিয়ম অনুযায়ী মাত্র ৫০ জনকে নিমন্ত্রণ করতে পারবেন তাঁরা। কিন্তু সেই তালিকা তৈরি করার সময় একটু সতর্ক থাকা উচিৎ ছিল বরুণের।
এক পরিচালক বরুণের বিয়ে নিয়ে মুখ খুলে এমনটাই দাবী করে বসলেন। জানালেন, এই বিয়ের পর ধাওয়ানদের বন্ধু ও বলিউডের সঙ্গে সম্পর্কে বেশ খানিকটা প্রভাব পড়বে।
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস