Gangubai Kathiawadi Trailer : ধামাকাদার ট্রেলারেই বাজিমাত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', অনবদ্য অভিনয়ে চমক আলিয়ার

অবশেষে প্রকাশ্যে এল পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র ট্রেলার। এর পাশাপাশি মুক্তির দিনও ঘোষণা করলে পরিচালক সঞ্জয় লীলা বনশালি। চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।  ছবির ট্রেলারেই  নজর কেড়েছেন আলিয়া ভাট। সেই সঙ্গে দর্শকদের প্রত্যাশাকেও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট। ট্রেলার মুক্তি পেতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
 

অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। বারবার মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রকাশ্যে এল পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র (Gangubai Kathiawadi) ট্রেলার। এর পাশাপাশি মুক্তির দিনও ঘোষণা করলে পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay leela Bhansali )। চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।  ছবির ট্রেলারেই  নজর কেড়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। সেই সঙ্গে দর্শকদের প্রত্যাশাকেও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট। ট্রেলার মুক্তি পেতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।


 চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) । ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও (Alia Bhatt)। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়। ট্রেলার নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া। ঠিক কতটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি তার আভাস মিলেছে ট্রেলারেই।

Latest Videos

 

 

আরও পড়ুন-Alia Bhatt: 'রাত হলেই ইজ্জত বিক্রি করি', কীভাবে যৌনপল্লীর ম্যাডামজি হয়ে উঠলেন 'গাঙ্গুবাঈ' আলিয়া

আরও পড়ুন-Urvashi Rautela : সোনায় মোড়া সুডৌল বক্ষযুগল, ক্লিওপেট্রা লুকে উর্বশীর এই গাউনের মূল্য কত জানেন

আরও পড়ুন-Srabanti : প্যান্ট ছাড়াই উন্মুক্ত উরুতে হট পোজ, সাদা শর্ট ফ্রকে বোল্ড শ্রাবন্তীকে নোংরা কটাক্ষ সাইবারবাসীর

 

মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে নিজেকে উজাড় করে দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) । ট্রেলারের মধ্য দিয়েই মূল ভাবনাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছন পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay leela Bhansali )।  মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই। রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের দ্বন্দ্ব এবং ক্ষমতার কেন্দ্রে উঠে আসার ঝলক তুলে ধরেছেন গোটা ট্রেলারে।  আলিয়া ভাট ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন  অজয় দেবগণ। ছবিতে লালার চরিত্রে চেনা ঢঙে ধরা দিয়েছেন অজয় দেবগণ। ট্রেলারের মধ্যে টানটান উত্তেজনা জিইয়ে রেখেছেন বনশালি। শুধু তাই নয় ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়তে শুরু করেছে বনশালির এই পিরিয়ড ড্রামাকে কেন্দ্র করে। এস হুসেন জাইদির লেখা বই মাফিয়া কুইনস অফ মুম্বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে। সাধারণ কিশোরীর নির্মম গণিকালয়ের মালকিন হয়ে ওঠার জার্নি ফুটে উঠবে এই ছবিতে। ২০২০ সালের শেষের থেকেই ছবি মুক্তি নিয়ে জল্পনা চলছিল। করোনার জেরেই বারবার পিছিয়ে যাচ্ছিল ছবির মুক্তি দিনক্ষণ। আপাতত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আলিয়া-বনশালির প্রথম জুটির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ।  আগামী ২৫- শে ফেব্রুয়ারি ভারতের সঙ্গে সঙ্গে ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন