আরিয়ান একজন 'মিথ্যাবাদী', মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করে বোমা ফাটালেন অনন্যা পান্ডে

Published : Jun 02, 2022, 09:47 AM ISTUpdated : Jun 02, 2022, 04:39 PM IST
আরিয়ান একজন 'মিথ্যাবাদী', মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করে বোমা ফাটালেন অনন্যা পান্ডে

সংক্ষিপ্ত

মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছিল আরিয়ানের বিরুদ্ধে।ক্রুজ পার্টি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিল বাদশার বড় ছেলের জীবন। বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কেটেছে আরিয়ানের। বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের এই মাদক মামলা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। সম্প্রতি সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন  আরিয়ান। তবে তারপরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না আরিয়ান খানের। এই বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বড়সড় বোমা ফাটালেন বলি অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছিল আরিয়ানের বিরুদ্ধে।ক্রুজ পার্টি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিল বাদশার বড় ছেলের জীবন। বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কেটেছে আরিয়ানের। বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের এই মাদক মামলা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। সম্প্রতি সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন  আরিয়ান। তবে তারপরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না আরিয়ান খানের। এই বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বড়সড় বোমা ফাটালেন বলি অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

ছোটবেলার বন্ধু আরিয়ান খানকে মিথ্যাবাদী বললেন অনন্যা পান্ডে। কিন্তু কেন?তা নিয়ে বাড়ছে জল্পনা। বলি অভিনেত্রী অনন্যা পান্ডে জানিয়েছেন,ছোটবেলার বন্ধু হলেও ২০১৯ সাল থেকে আরিয়ানের সঙ্গে তার  দূরত্ব বাড়তে শুরু করে। মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে তাদের কথা হতো। ২০২১ সালে আরিয়ান এনসিবি-র কাছে স্টেটমেন্ট দিয়েছিল যে আমি এবং আমার বোন ছোট বয়স থেকেই মাদকের সঙ্গে যুক্ত। অনন্যার যে ছোট বোন রয়েছে সেও একবার গাঁজা নিয়ে হাতেনাতে ধরা পড়েছিল। যদিও অনন্যা এই বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। তবে তিনি আরও বলেছেন, আমি জানি না আরিয়ান কেন মিথ্যা কথা বলছে। গত বছর আরিয়ান আরও বলেছিলেন, অনন্যার বোন নিয়মিত  ধূমপান করত। কিন্তু অনন্যা যখন গোটা বিষয়টি জানতে পেরেছিল যে চাইনি তার পরিবার জানুক তাই নাকি আমার সাহায্য নিয়েছিল। অন্যদিকে অনন্যা বলেছিলেন, ছোটবেলা থেকে আরিয়ান তার বন্ধু । ২০১৯ সাল পর্যন্ত তার খুবই ঘনিষ্ঠ ছিসেন। তবে পরবর্তীতে যে যার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে যোগাযোগ কমতে শুরু করে।

আরও পড়ুন-'খবরটা কেন মিথ্যে হল না, ৫৩-তেই ও চলে গেল', কেকে-র মৃত্যতে ফেলে আসা মুহূর্তের স্মৃতিচারণ করলেন গৌতম

আরও পড়ুন- কেরিয়ারের শুরু থেকে প্রথম রেকর্ডিং সবটাই কেকে-র হাত ধরে, বন্ধুর শেষ বিদায়ে আবেগঘন বার্তা শান্তনু মৈত্রর

অনন্যা পান্ডে আরও বলেছেন, আমি কোনওদিনই কাউকে মাদক বা বা নিষিদ্ধ দ্রব্য নেওয়ার প্রস্তাব দিইনি। এমনকী আমি কখনও কাউকে মাদকও কিনে দিইনি। এছাড়া মাদকের জন্য টাকাও দেওয়া-নেওয়া করিনি। কোনও মাদক ব্যবসায়ীর সঙ্গে আমার যোগাযোগ নেই। তবে বোন ২০২০ সাল পর্যন্ত ধূমপানের সঙ্গে জড়িত থাকলেও কোনওদিনও মাদক নিতেন না। আমি নিজেও কোনওদিন মাদক বা বা নিষিদ্ধ দ্রব্য সেবন করিনি। তবে মাঝেমধ্যে সিগারেট খাই। আবার কোনও পার্টিতে গেলে ওয়াইন বা বিয়ারও পান করি। তবে মাদক কোনওদিনই নিই নি। মাদক কান্ডে আরিয়ান খানের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যা পান্ডের। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অনন্যার সঙ্গে মাদক নিয়ে চ্যাট ফাঁস হতেই অনন্যার বাড়ি তল্লাশি চালিয়েছিল এনসিবি।  প্রায় ৩ ঘন্টা এনসিবি-র জেরার মুখে পড়েছিলেন বলি অভিনেত্রী। পরের গিন ফের সকালে এনসিবি জেরায় হাজির হয়েছিলেন অনন্যা।  আরিয়ান এবং অনন্যার চ্যাট থেকে জানা যায়, শাহরুখ পুত্রকে গাঁজার ব্যবস্থা করে দিতেন অনন্যা। দুজনের গাঁজার কথোপকথন নিয়ে এনসিবি প্রশ্ন করতেই অনন্যা জানান, আমি মজা করছিলাম, এরপরই একের পর এক জেরার মুখে পড়েছেন বলিউডের স্টারকিড অনন্যা পান্ডে।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?