কবে বিয়ে করছেন তেজস্বী-কর্ণ? অবশেষে মুখ খুললেন দু'জনে

Published : Jul 16, 2022, 12:53 PM ISTUpdated : Jul 16, 2022, 12:59 PM IST
কবে বিয়ে করছেন তেজস্বী-কর্ণ? অবশেষে মুখ খুললেন দু'জনে

সংক্ষিপ্ত

সম্প্রতি নিজেদের মিউজিক ভিডিওর প্রচারে এসেছিলেন তেজস্বী প্রকাশ ও তাঁর প্রেমিক অভিনেতা কর্ণ কুন্দ্রা। সাক্ষাৎকার দেয়ার সময় তাঁদের বিয়ের প্রসঙ্গ আসতেই দুজনে কি প্রতিক্রিয়া দিলেন জানেন? জেনে নিন কি উত্তর দিলেন তাঁরা

অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা, সে নিয়ে কোনো রকম রাখ-ঢাক ও করেননি। 'খুল্লাম খুল্লা প‍্যায়ার' যাকে বলে। বিগ-বস-১৫ দিয়ে দুজনের আলাপ শুরু, তারপর থেকেই একে অপরকে চোখে হারাচ্ছেন তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে কখনোই অন্যান্য সেলেবদের কায়দায় নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু হিসেবে দেখাতে চাননি, বরং প্রকাশ্যে একজন আরেকজনের প্রতি নিজের অনুভূতি গুলি প্রকাশ করেছেন, একে অপরের প্রতি প্রেম জাহির করেছেন, একসঙ্গে ঘুরতে বেড়িয়েছেন মিডিয়ার সঙ্গে কোনো লুকোচুরি না করেই। বহুদিন ধরেই তাঁদের এই রিয়েল লাইফ রসায়ন দারুন পছন্দ করেছেন তাঁদের অনুগামীরা। তাঁদের মনে স্বভাবতই প্রশ্ন জেগেছে যে তবে কি খুব শিগগির সাত-পাকে বাধা পড়বেন এই লাভ বার্ডস? কিন্তু আদতে ভস্মে ঘি ঢালার মতন তাঁদের এই জল্পনাকেও ধূলিস্যাৎ করে দিয়েছেন এই কাপল।

নিজেদের মিউজিক ভিডিও 'বারিষ আয়ি হ্যায়' গানের প্রচারে একসঙ্গে এসেছিলেন এই লাভ বার্ডস, সেখানেই সাক্ষাৎকার দেয়ার সময় তাঁদের বিয়ের প্রসঙ্গ ওঠে। তাঁরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একে অপরের উপর দায়িত্ব দেন। কর্ণ বলেন 'এর উত্তর তেজস্বীই দিক'। আবার কর্ণের এই কথায় তেজস্বী বলেন, না এর উত্তর কর্ণ দিক, ও বলার পর আমি বলবো।' তবে কর্ণকে পছন্দের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি তিনি আবেগপ্রবণ হয়ে উত্তর দেন, 'কর্ণ আমাকে বোঝে, ওর চোখ দুটো আমার খুব প্রিয়, যখনই ও আমাকে বলে ও আমাকে ভালোবাসে বা মিস করে তখন ওর চোখ দুটোও সেই একই কথা বলে।' প্রেমিকের প্রেমে হাবুডুবু খেয়ে তেজস্বী আরও বলেন যে কর্ণের চোখ দুটো এই পৃথিবীতে তাঁর কাছে সবচেয়ে সুন্দর , তিনি ওই চোখের দিকে তাকিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারেন।

এর আগে তেজস্বীকে একজন অভিনেতা এবং একজন অন্য পেশার সঙ্গে জড়িত ব্যক্তিকে  ডেটিং করার মধ্যে পার্থক্য কী তা জিজ্ঞাস করা হলে  তিনি দ্রুত উত্তর দেন,'এখানে একটি বিশাল পার্থক্য রয়েছে। আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে থাকেন তবে সে যদি অভিনেতা না হয় তবে কেউ চিন্তা করে না। তারা আপনাকে হতে দেয়. কিন্তু করণের সঙ্গে মানুষ তার গাড়ি চেনে। এটা স্বাভাবিক সম্পর্ক নয়।” একটি ঘটনার কথা স্মরণ করে যখন কুন্দ্রার সাথে তার ভ্যালেন্টাইনের রিল তার ইনস্টাগ্রাম থেকে একটি ত্রুটির কারণে মুছে ফেলা হয়েছিল, তিনি যোগ করেছেন, 'আমাদের ভক্তরা ভিডিওটি ফ্লিপ করে দেয়। 'সে কীভাবে পোস্টটি মুছে ফেলতে পারে?' আমি এই ধরনের জিনিস শুনেছি।আপনাকে শুধু প্রশ্ন এবং পোস্টের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি সামান্য পদক্ষেপ তারা দেখছে।'

আরও পড়ুন,হুবহু দীপিকা! দীপিকার বিকল্প? কে ইনি?

আরও পড়ুন,রেগে গেলে কামড়েও দেন মিঠাই ওরফে সৌমিতৃষা!দেখুন ভিডিও

তেজস্বী ও কর্নকে ভালোবেসে ভক্তরা তেজরান বলে সম্বোধন করেন।ভক্তরা যেভাবে ডাকেন তা প্রায়শই একাধিক অনুমানের শিকার হয়। এর আগেও তাঁদের বিয়ের জল্পনা-কল্পনা নিয়ে অনেক রকম গুজব ছড়িয়েছিল। গুজব এতটাই ছড়িয়েছিল যে  একসময় এটাও শোনা যায় যদি কুন্দ্রার কপালে তিলক লাগানো দেখা যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে তাঁদের 'রোকা' হয়েছে, প্রতিক্রিয়ায় তেজস্বী বলেছিলেন,  'রোকা এবং শাদি সম্পর্কে সমস্ত ইতিবাচক গুজব, আমি  ভালবাসি।এটা মজার. আমি কেন আপনাকে বলব রোকা হয়েছে কিনা, যদি আমরা আমাদের বিয়ের পরিকল্পনা করছি বা আমরা একটি বাড়ি কিনছি? ও হুমারে বিচ কে বাত হ্যায়।  আমি কেন জানতে চাও? কিন্তু এটা অনুভব করতে ভালো লাগে আমাদের বিষয় তাঁরা এত আগ্রহী।'
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?