সোশ্য়াল মিডিয়ায় সন্তানের ছবিতে অস্বস্তি নেই, জানালেন হৃতিক

Published : Dec 02, 2019, 07:38 PM ISTUpdated : Dec 02, 2019, 07:40 PM IST
সোশ্য়াল মিডিয়ায় সন্তানের ছবিতে অস্বস্তি নেই, জানালেন হৃতিক

সংক্ষিপ্ত

  এই মুহূর্তে হৃধন এবং হ্রিহান দুজনেই রীতিমত সবার পছন্দের  পাপারাজ্জির তোলা ছবির জন্য় এখন সেলেব সন্তানরাও বিখ্য়াত তবে অনেকসময় তাদের পক্ষে এটা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু  হৃধন এবং হ্রিহান এদের সকলের থেকেই যে আলাদা  

ভারতীয় ছবিতে আর দশটা পরিবারের থেকে অনেকটাই আলাদা রোশন পরিবার। বিশেষ করে হৃতিক তাঁর ছেলে হৃধন এবং হ্রিহানকে নিয়ে খুবই ভাল দিন কাটাচ্ছেন। আর এই মুহূর্তে হৃধন এবং হ্রিহান দুজনেই রীতিমত সবার পছন্দের। সোশ্য়ালমিডিয়ার আর পাপারাজ্জির দৌলতে তাঁরাও এখন জনগণের নজরে। 

 

 

আরও পড়ুন, প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদে ফেললেন আলিয়া, জানুন কেন

একদিকে ভারতে পাপারাজ্জির তোলা ছবির মাধ্য়মে তারকাদের বাচ্চারাও  এখন ইন্টারনেটে প্রচারিত হয়। কিন্তু পাপারাজ্জির নিজের ক্য়ারিয়ারের জন্য় অনেকসময় সেলেব সন্তানদের পক্ষে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।

 

 

আরও পড়ুন, হাতে মাত্র কয়েকটা দিন, ইতিমধ্যে মিরজাপুর সিজিন ২-এর প্লট ঘিরে জল্পনা তুঙ্গে  

বলিউডের অনেকেই আবার চান তাদের সন্তানরা অন্তত শৈশব কাটাক ক্য়ামেরার বাইরে। তবে হৃতিক রোশন এদের সকলের থেকেই যে আলাদা। তাই তিনি জানিয়েছেন, তার সন্তানরা জানে যে ফটোগ্রাফগুলি শুধুই তাদের কাজ করছে। তাঁর ছেলেদের নিয়ে এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। তাই হৃতিকের কোনও অভিযোগও নেই। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য