বাবা নয়, দাদুকেই অনুসরণ করে হাঁটছেন সইফ পুত্র ইব্রাহিম

Published : Dec 20, 2019, 01:29 PM IST
বাবা নয়, দাদুকেই অনুসরণ করে হাঁটছেন সইফ পুত্র ইব্রাহিম

সংক্ষিপ্ত

বাবাকে নয়, বরং দাদুকেই অনুসরণ করে এগিয়ে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম  সম্প্রতি একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ইব্রাহিমকে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা গেছে জুহুতে নিয়মিত ক্রিকেট অনুশীলন করেন ইব্রাহিম

বাবাকে নয়, বরং দাদুকেই অনুসরণ করে এগিয়ে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম।  সম্প্রতি একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ইব্রাহিমকে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা গেছে। তাকে দেখা মাত্রই দাদু মনসুর আলি খান পতৌদির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কি বাবার পেশা ছেড়ে ভবিষ্যতে দাদুর পেশাকে বেছে নেবেন ইব্রাহিম সেটা নিয়েই  প্রশ্ন উঠে আসছে।

 

আরও পড়ুন-প্রকাশিত হল ২০১৯ ফোর্বসের ধনী সেলেবদের তালিকা, প্রথম ১০-এ আলিয়া-দীপিকা...

মনসুর আলি খান পতৌদি, যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে জনপ্রিয় ছিলেন। যিনি কিনা ভারতীয় দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তবে মনসুর আলি খানের ছেলে সইফ আলি খান কিন্তু বাবার পথ অনুসরণ করেননি। তিনি তার মা শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করেছেন।

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে শর্মিলা ঠাকুরও জানিয়েছেন, তার সমস্ত নাতি-নাতনিদের মধ্যে ইব্রাহিমই একমাজ্ঞ পতৌদি পরিবারের মতোন হয়েছে। সেটা ওর চেহারাই হোক বা ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই হোক। আরও জানা গেছে, জুহুতে নিয়মিত ক্রিকেট অনুশীলন করেন ইব্রাহিম।

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের