করোনা আতঙ্কে হাতে উঠল বন্দুক, মূহূর্তে ভাইরাল লতা মঙ্গেশকরের এই ছবি

Published : Apr 22, 2020, 08:49 AM ISTUpdated : Apr 22, 2020, 09:02 AM IST
করোনা আতঙ্কে হাতে উঠল বন্দুক, মূহূর্তে ভাইরাল লতা মঙ্গেশকরের এই ছবি

সংক্ষিপ্ত

এই লকডাউন চলাকালীন ভাইরাল  হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এক ছবি বন্দুক হাতে দেখা গেল লতা মঙ্গেশকরকে ঘরবন্দি দশায়  নিজের পুরোনো স্মৃতি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন লতা  মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের

সারা বিশ্ব জুড়ে একটানা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন ভাইরাল  হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এক ছবি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন লতা। যেখানে তাকে বন্দুক হাতে দেখা গেছে। আর লতার পাশেই রয়েছেন সিআইডি অফিসার। কিন্তু লকাডাউনের মধ্যে বন্দুক হাতে কী করছেন লতা। এই প্রশ্নই এখন সকলের মুখে।

 

 

বিষয়টি একটু খোলসা করে বলা যাক, লকডাউনের সকলেই পুরোনো নস্টালজিয়ায় ডুব দিয়েছে। আর সেই তালিকায় রয়েছেন লতা মঙ্গেশকরও। ঘরবন্দি দশায়  নিজের পুরোনো স্মৃতি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন লতা।  মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। দেখে নিন ছবিটি।

 

 

আরও পড়ুন-Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলল, বিশ্বে সংক্রমণের শিকার ২৫ লক্ষ...

আরও পড়ুন-করোনা পজিটিভ প্রসূতির সুস্থ সন্তান, খুশির হাওয়া ফুলেশ্বরের হাসপাতালে...

আরও পড়ুন-চিকিৎসকদের পর এবার চারজন নার্স, কলকাতা মেডিক্যালে করোনা আতঙ্ক জারি...

 

টিভি সিরিয়ালের মধ্যে আর কিছু থাকুক বা নাই থাকুক সিআইডি মাস্ট। সিআইডি-র অন্যতম ভক্ত লতা মঙ্গেশকর। সব কাজ বাদ দিয়েও এই সিরিয়াল তিনি দেখবেনই। আর এই সিআইডি সিরিয়ালের গোটা টিমকেই তার খুবই পছন্দ। সালটা ২০১৩। সিআইডি-র গোটা টিম গিয়েছিলেন লতার সঙ্গে দেখা করতে। আর এই ছবিও সেই সময়কার। সিআইডি ধারাবাহিকের এসিপি  অভিনেতা শিবাজিকে লতার খুবই পছন্দ। আর তার সঙ্গেই নিজের এই মজার ছবি শেয়ার করেছেন লতা। ছবির ক্যাপশনে নিজের মনের কথা জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'সিআইডি-ক পুরো টিমের সঙ্গে আমার প্রিয় এই ছবি।'


 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?