ভিকি-রাজকুমারের হাউজিংয়ে করোনার প্রকোপ, সিল করা হল কমপ্লেক্স

Published : Apr 21, 2020, 06:37 PM ISTUpdated : Apr 21, 2020, 07:19 PM IST
ভিকি-রাজকুমারের হাউজিংয়ে করোনার প্রকোপ, সিল করা হল কমপ্লেক্স

সংক্ষিপ্ত

সিল করা হল রাজকুমার রাও এবং ভিকি কৌশলের হাউজিং কমপ্লেক্স। ভিকির হাউজিংয়ের বাসিন্দা একজন ডাক্তারের ১১ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে। যার কারণে সিল করে দেওয়া হয়েছে এলাকা।

মুম্বইয়ের ওবেরয় স্প্রিংসে থাকেন ভিকি কৌশল। সেই কমপ্লেক্সে সম্প্রতি একটি ১১ বছর বয়সী মেয়ের করোনা ধরা পড়েছে। যার কারণে সিল করে দেওয়া হয়েছে পুরো কমপ্লেক্স। একই হাউজিংয়ে থাকেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। কমপ্লেক্সের সি উইংয়ে থাকে ওই মেয়েটি। সিং উইংয়ে যে সকল অভিনেতা অভিনেত্রীরা থাকেন তাঁরা হলেন অর্জন বাজওয়া, রাহুল দেব, মুগ্ধা গডসে, চাহাত খান্না এবং প্রভু দেবা। 

আরও পড়ুনঃ"করোনার জন্য দান করে তার প্রচার বেড়াতে পারব না", বিস্ফোরক জন

অর্জন জানান, তাঁরা সম্পূর্ণভাবে কোয়ারেন্টাইনে রয়েছেন। লিফ্ট অবধিও যাওয়ার সাহস পাচ্ছেন না। সিং উইং ছাড়াও এ এবং বি উইংও এখন রেস্ট্রিকশনে রয়েছে। ওবেরয় স্প্রিংসের উল্টো দিকেই রয়েছে ফেম অ্যাডল্যাবস মাল্টিপ্লেক্স। যেখানে থাকেন রাজকুমার রাও। তাঁদের হাউজিংও ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃশ্যুটিং বন্ধে আর্থিক সংটক টলিপাড়ায়, দুঃস্থ শিল্পীদের অর্থসাহায্যে আর্টিস্ট ফোরাম

রাজকুমারের পাশাপাশি ওই বিল্ডিংয়ে থাকেন পত্রলেখা, নীল নিতিন মুকেশ, আনন্দ এল রাই, বিপুল শাহ, ক্রুষ্ণা অভিষেক, কশ্মিরা শাহ, আহমেদ খান, সুধাংশু পাণ্ডে, স্বপ্না মুখোপাধ্যায়। মুম্বইয়ের কর্পোরেশন পুরো এলাকার স্যানিটাইজেশন করেছে।  

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?