নিত্যদিন লকডাউনের পাঠ পড়াচ্ছেন সলমন, এদিকে বাবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন সরকারি পাস নিয়ে

Published : Apr 21, 2020, 11:48 PM ISTUpdated : Apr 22, 2020, 12:25 AM IST
নিত্যদিন লকডাউনের পাঠ পড়াচ্ছেন সলমন, এদিকে বাবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন সরকারি পাস নিয়ে

সংক্ষিপ্ত

লকডাউনে বাইরে হাঁটতে বেরচ্ছেন সলমনের বাবা সলিম খান।  এদিকে সলমন খান নিত্যদিন সকলকে লকডাউনের নিয়ম মেনে চলতে বলছেন। সলিম খানের বাইরে ঘুরে বেড়ানো নিয়ে শোরগোল পড়েছে চারিদিকে।

নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের পোস্ট করে চলেছেন সলমন খান। লকডাউনের নিয়ম মেনে চলতে বলছেন সকলকে। এদিকে তাঁর বাবা সলিম খান বাড়ির বাইরে হাঁটতে বেরচ্ছেন। সলিম খান নিজেই এ কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। ইতিমধ্যেই লকডাউনের সময় সলমন নিজের পরিবার সমেত পানভেলের ফার্ম হাউজে রয়েছেন। 

আরও পড়ুনঃজিম লুকে নুসরতের হট ফোটোশ্যুট, লকডাউনে হয়ে উঠুন নায়িকার মত ফিট

সেখানে থেকেই বাইরে হাঁটতে বেরচ্ছেন সলিম খান। তিনি জানান, "আমার কোমড়ে একটা গুরুতর সমস্যা আছে। গত ৪০ বছর ধরে এই সমস্যায় ভুগছি আমি। ডাক্তার বহু বছর ধরেই আমায় হাঁটতে বলেন। আর এই হাঁটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আবার এই কোমড়ের সমস্যা শুরু হবে। এই একটাই এক্সারসাইজ আমার।"

আরও পড়ুনঃশিফন শাড়িতে তন্বীর ঠুমকা, মুগ্ধ নেটদুনিয়া

তিনি আরও জানান, "আমি জানি এখন বাইরে বেরনো একেবারেই উচিত না। কিন্তু সরকারের তরফ থেকে আমার পাস নেওয়া আছে বাইরে বেরনোর। আগামী ৩০ এপ্রিল অবধি বাইরে বেরতে পারব আমি। সঠিক পদক্ষেপগুলি নিয়েই আমি বেরচ্ছে প্রতিদিন। কিন্তু আমি তো একা নই। আরও অনেকেই আছেন যারা বাইরে নিজেদের পোষ্যের সঙ্গে হাঁটতে বেরচ্ছেন। তাদের তো কেউ বারন করছে না।"

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?