কাজের জন্যই কি ভেস্তে গেল রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা? বিয়ের ৫ দিন পরই কাজে ফিরলেন রালিয়া জুটি


হাতে সময় খুবই কম।  মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে কি কাজের জন্যই ভেস্তে গেল রণবীর - আলিয়ার মধুচন্দ্রিমা।  শোনা গিয়েছিল, বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে যাবেন রণবীর ও আলিয়া। কিন্তু তা আর হল কোথায়? সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেল টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজে।


হাতে সময় খুবই কম।  মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে কি কাজের জন্যই ভেস্তে গেল রণবীর - আলিয়ার মধুচন্দ্রিমা।  শোনা গিয়েছিল, বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে যাবেন রণবীর ও আলিয়া। কিন্তু তা আর হল কোথায়? সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেল টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজে।

পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়া ভাটের।  পরপর দুটি অসফল ছবির পর এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'- দিয়ে ধামাকাদার সাফল্য এনেছেন আলিয়া ভাট। ২০২২ সালে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব শীঘ্রই বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের ছাপ রাখতে চলেছেন মহেশ কন্যা। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে । 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির কাজও শুরু হবে শীঘ্রই।  এবং 'পশু' ছবির প্রথম দফার শুটিংয়ে হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন রণবীর কাপুর । জানা গিয়েছে, শুটিংয়ের কাজে গোটা মে মাস স্পেন এবং মুম্বইতে কাটাবেন রণবীর কাপুর। তবে কি এত কাজের মাঝে মধুচন্দ্রিমার জন্য সময় বার করতে পারবেন রালিয়া জুটি,তা নিয়ে বেজায় চিন্তিত অনুরাগীরা। তবে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ।

Latest Videos

 

 

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। 
গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সাতপাকে বাঁধা পড়েছেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো ছিল রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি।   রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।
 

আরও পড়ুন-সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

আরও পড়ুন-সুডৌল স্তনযুগল যেন উথলে বেরোচ্ছে, স্কিনফিট পোশাকে দিশার উষ্ণতায় বোল্ড আউট ভক্তরা

আরও পড়ুন-ক্রপ টপে বেরিয়ে রয়েছে ফ্ল্যাট অ্যাবস, ঈশানের মাম্মার চাবুক ফিগারে চোখ আটকে ভক্তদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar