ত্রাণে দান করে পাব্লিকে ঘোষণা করার কোনও মানে হয় না। ত্রাণে কিংবা অন্য কোথাও দান করে অবশেষে পিআরের মাধ্যমে ঘোষণা করার কী দরকার। এভাবেই কি নাম কুড়োচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। এ বিষয় এবার মুখ খুললেন অভিনেতা জন অ্যাব্রাহাম। তাঁর এই বক্তব্যের পর থেকেই শোরগোল ছড়িয়েছে বিটাউনে। কঙ্গনা রনাওয়াতকে সোজা সাপটা কথা বলার জন্য সকলে চেনেন ঠিকই তবে জনও কিছু কম যান না।
আরও পড়ুনঃ'জীবন ও প্রকৃতিকে উপভোগ করুন', কোয়ারেন্টাইনে থেকে জানালেন শাহরুখ খান
সম্প্রতি তিনি জানান, "যে সকল তারকারা দান করে বেড়াচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের এই সমস্যায়, বিপদে আমরাই তো কাজে আসব। তবে দান করে কিংবা যেভাবেই হোক সাহায্য করে বলে বেড়ানোর মানুষ আমি নই। আমি চাইনা কেউ বলুক, জন ত্রাণে এত টাকা দান করেছে, কিন্তু পি আর টিমকে কিছু রিভিল করতে বারণ করেছেন। আমি পাব্লিকালি কোনও দান করতে চাই না।"
প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে আঠারো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস