
আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। ১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে জন আব্রাহাম অভিনীত অ্যাটাক। সঙ্গে রয়েছে রকুল প্রীত সিং ও জ্যাকলিন। আর এই ছবির প্রমোশনে বেশ ব্যস্ত নায়ক। শহরের বিভিন্ন জায়গায় করে চলেছেন প্রমোশন। আর এই প্রমোশন করতে গিয়েই বেফাঁস হলেন জন।
তাঁর মতে আইটেম নম্বর নাকি ছবির গল্পের বিবরণ ভেঙে দিতে পারে। সদ্য মুক্তি পেতে চলেছে অ্যাটাক। জনের ছবি মানে, সেখানে অ্যাকশন থাকবে এ কথা ঠিকই। ছবির প্রযোজক জনকে ছবিতে একটি আইটেম নম্বর ঢোকানো কথা বলেছিলেন। কিন্তু, জন আপত্তি জানান। তিনি বলেন, আমার বেশ কিছু ছবির ভালো গান যেমন আছে, তেমনই আছে আইটেম নম্বর। তবে আমার কাছে সব থেকে যন্ত্রণার মুহূর্ত সেটি। আমাকে বলা হয় ছবিতে আইটেম নম্বর রাখতে হবে। এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। সঙ্গে, এও জানান যে, বিভিন্ন আইটেম নম্বরে পারফর্ম করে নাকি তিনি কষ্ট পেয়েছেন।
এদিকে, এর তাঁর অভিনীত একাধিক ছবিতে রয়েছে আইটেম নম্বর। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে ২, রকি হান্ডসম থেকে আরও কিছু। তা সত্ত্বেও তিনি এমন কথা কেন বললেন, তা প্রশ্ন উঠেছে সকলের মনে। ড. জয়ন্তীলাল গাড়া, জন আব্রাহাম এবং অজয় কাপুর প্রযোজনা করেছে ছবিটি। পরিচালনার দায়িত্বে লক্ষ্য রাজ আনন্দ। অন্যান্য চরিত্রে আছেন রত্না পাঠক, প্রকাশ রাজ, কিরন কুমারের মতো স্টারেরা।
জনের এই কথায় শুরু হয়েছে বেশ গুঞ্জন। কারণে, ছবিতে আইটেম ডান্সের একটি ভূমিকা আছে। সেটা জন এভাবে উপেক্ষা করায়, অনেকেই বেশ চমক পেয়েছেন। এদিকে ছবির প্রমোশনে এসে আরও একটি বিতর্কে জড়ান জন। সাংবাদিকদের প্রশ্নে রেগে যান তিনি। এক সাংবাদিক জনকে প্রশ্ন করেন, কেন তাঁর ছবিতে এত অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। এই প্রশ্ন শুনে তিনি রাগ ধরে রাখতে পারেননি। তারপরই একজন দ্য কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করেন। তখন জল বেজায় চটে যান। বলেন, তাঁকে যেন অন্য কোনও ছবি নিয়ে প্রশ্ন করা না হয়। তিনি অ্যাটাক নিয়ে কথা বলেত এসেছেন। শুধু সেই টুকুই করবেন। অন্য ছবির প্রসঙ্গে উত্ত দেবেন না বলে জানান।
১৯৯০ সালে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের যেভাবে অ্ত্যাচার করে বের করে দেওয়া হয়েছিল সেই নিয়ে তৈরি এই ছবি। ছবি মুক্তির পর থেকেই তা বেশ নজর কেড়েছে সকলের। অন্যদিকে, কালই মুক্তি পারে অ্যাটাক। ভরপুর অ্যাকশন এই অ্যাটাক ছবি।
আরও পড়ুন- ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, চলে গেলেন টম পার্কার
আরও পড়ুন- ফ্ল্যাট অ্যাবসে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, 'সেক্সবম্ব'-মনামীর শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা
আরও পড়ুন- স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।