বিয়ের পরই ইস্তফা কাজল অগরওয়ালের, হঠাৎ কি এমন হল দক্ষিণী অভিনেত্রীর জীবনে

Published : Nov 03, 2020, 07:11 PM IST
বিয়ের পরই ইস্তফা কাজল অগরওয়ালের, হঠাৎ কি এমন হল দক্ষিণী অভিনেত্রীর জীবনে

সংক্ষিপ্ত

বিয়ের পরই ইস্তফা কাজল অগরওয়ালের তবে কি বিনোদন জগৎ থেকে সরে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী এমনই এক টুইট করে শোরগোল ফেললেন সোশ্যাল মিডিয়ায় পোস্টের অর্থ কী, বোঝালেন নিজেই

'আই রিটায়্যার'। এই একটি কথা লিখে পিভি সিন্ধু শোরগোল সৃষ্টি করেছিলেন নেটদুনিয়ায়। এবার সেই পথেই হাঁটলেন কাজল অগরওয়াল। সম্প্রতি তিনিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন। যেটার প্রথমটিতে লেখা, "আই রিটায়্যার"। অর্থাৎ আমি ইস্তফা দিলাম। স্বাভাবিকভাবেই সকলেই আঁতকে উঠছেন এই ধরণের পোস্ট দেখে। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল সদ্য বিয়ে সেরেছেন। 

তবে কি বিয়ের পরই সিদ্ধান্ত নিলেন বিনোদন জগৎ ছেড়ে দেওয়ার। এই ধরণের পোস্টে ইস্তফা দেওয়ার কারণ একটাই, সে কথাও খুলে লিখেছেন টুইটার পোস্টে। লিখেছেন, "মহামারীর সময় চারিদিকে কেবল খারাপ খবর। এরই মধ্যে নেগেটিভিটি ছড়িয়েছে এখাধিক মানুষের মধ্যে। চারিপাশে কেবল নেতিবাচক খবর। এর থেকে আমি দূরে সরতে চাই। এই নেগেটিভিটি থেকে ইস্তফা দিলাম।" 

আরও পড়ুনঃচাঁদের আলোয় সৃজিতের কাঁধে মিথিলার আলতো ছোঁয়া, ছাদেই জমল এপার ও ওপার বাংলার প্রেম

 

 

বিষয়টি হল ভাইরাসের সঙ্গে পৃথিবীর লড়াই নিয়ে। সকল মানুষ যেভাবে একটি ভাইরাসের সঙ্গে লড়ছেন তা সঠিক নয় বলেই জানিয়েছেন কাজল। সকলকে আরও বেশি সতর্ক হতে হবে। সুস্বাস্থ্যের বিষয় চিন্তা করতে হবে। প্রাণের ঝুঁকি বাড়ায়, এণন কোনও কাজই করা চলবে না। তাই কোনও ঝুঁকি নয়, সঠিক উপায় লড়তে হবে ভাইরাসের সঙ্গে।   

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের