'ধাকর'-এর ব্যর্থতা ভুলে এমারজেন্সি-র প্রস্তুতিতে কঙ্গণা, দিল্লি গেলেন ইন্দিরা গান্ধীকে নিয়ে রেইকি করতে

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন ছবি ' ইমার্জেন্সী '। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাতেও থাকছেন অভিনেত্রী।
 

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ধাকর বক্স অফিসে হাস্যকর ফল করেছে। এখন পর্যন্ত যা খবর তাতে সুপার ফ্লপ হয়েছে এই ছবিটি। তবে এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কঙ্গণা। আর তাই দেরি না করেই তিনি এখন নেমে পড়েছেন পরের ছবি এমারজেন্সি-র প্রস্তুতিতে। আর এই প্রস্তুতির অঙ্গ হিসাবে রেইকি করতে দিল্লি গেলেন কঙ্গণা। এমারজেন্সি ছবিতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন। 

এমারর্জেন্সি ছবিটি মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসির পরে কঙ্গনার পরিচালনায় দ্বিতীয় ছবি হতে চলেছে। রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। মুম্বই বিমানবন্দরে একটি সুন্দর শাড়িতে দেখা গেলো অভিনেত্রীকে। শাড়ির সঙ্গে সুন্দর মুক্তোর নেকলেস পড়েছিলেন তিনি।

 
সোমবার, কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিজে রেইকির ছবি শেয়ার করেছেন। তিনি একটি ছবির ক্যাপশন দিয়েছেন, 'আমি যতগুলি ভূমিকা পালন করি তার মধ্যে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। #ইমারজেন্সি।' ছবি দুটিতে কঙ্গনাকে সাদা রঙের সালোয়ার-কুর্তায় দেখা গিয়েছে।
 
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এমার্জেন্সী। ইন্দিরার চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। পরিচালক হিসাবে এমার্জেন্সী তাঁর দ্বিতীয় ছবি হতে চলেছে। অভিনেত্রীর থেকে জানা গিয়েছে এমার্জেন্সির চিত্রনাট্য লিখছেন রীতেশ শাহ। রীতেশ এর আগে পিঙ্ক, কাহানি, কাহানি ২, ডি ডে, রকি হ্যান্ডসাম ইত্যাদি জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছেন। কঙ্গণার সর্বশেষ ছবি ধাকর এর চিত্রনাট্যও তারই মস্তিষ্ক প্রসূত।

 
এর আগে একটি বিবৃতিতে কঙ্গনা খোলসা করেছিলেন যে এমার্জেন্সী ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এটি একটি রাজনৈতিক সিনেমা হতে চলেছে। তিনি জানিয়েছেন, ' এটি একটি গ্র্যান্ড পিরিয়ড ফিল্ম। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি একটি রাজনৈতিক ছবি যা আমাদের পরবর্তী প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক অবস্থা বুঝতে সাহায্য করবে।'

Latest Videos

এমারজেন্সির কথা ঘোষণা করে, কঙ্গনা গত বছর কু-তে লিখেছিলেন, 'আবার পরিচালকের দায়িত্ব নিতে পেরে আনন্দিত, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সীতে কাজ করার পর অবশেষে আমি ভেবেছিলাম যে এটি আমার চেয়ে ভাল কেউ পরিচালনা করতে পারবে না।'
 
ইন্দিরা গান্ধীর বায়োপিক 'ইমার্জেন্সি' ছাড়াও, কঙ্গনার হাতে রয়েছে 'টিকু ওয়েডস শেরু', যেটিতে মুখ্য ভূমিকায় কঙ্গনার পাশাপাশি অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভনীত কওর। এছাড়াও আসন্ন ছবি 'তেজস'-এ বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় দেখা যাবে তাঁকে। 
আরও পড়ুন- 'চারিদিকেই রয়েছেন হরহর মহাদেব', 'জ্ঞানব্যাপি বিতর্ক'-এ কাশী বিশ্বনাথে বললেন কঙ্গণা 
আরও পড়ুন- আজও কেন অবিবাহিত কঙ্গনা, কেনও ঘুচল না আইবুড়ো তকমা, নিজেই ফাঁস করলেন কুইন 
আরও পড়ুন- সর্বনাশ, হোটেলের ঘরে ডেকে উদ্দাম সঙ্গম, বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার