'হুনরবাজ'-এর মঞ্চে সারপ্রাইজ গিফট পেলেন করণ জোহর, চোখে জল পরিচালকের

Published : Jan 25, 2022, 07:29 PM ISTUpdated : Jan 25, 2022, 08:04 PM IST
'হুনরবাজ'-এর মঞ্চে সারপ্রাইজ গিফট পেলেন করণ জোহর, চোখে জল পরিচালকের

সংক্ষিপ্ত

সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে   'হুনরবাজ-দেশ কি শান'-এর মঞ্চ। বিচারকের আসনে রয়েছেন বলিউডের তিন সুপারস্টার করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া। প্রতিদিনই চমকে দেওয়ার মতো পারফরম্যান্স  সকলেই চমকে দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিযোগিরা। এবার 'হুনরবাজ'-এর মঞ্চে  করণ জোহরের জন্য এল স্পেশ্যাল উপহার। কে দিল এই উপহার? সম্প্রতি নয়া প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে করণের জন্য উপহার পাঠিয়েছে রুহি ও যশ, যা দেখা মাত্রই চোখে জল এসেছে করণের। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ধামাকাদার রিয়্যালিটি শো 'হুনরবাজ-দেশ কি শান'  (Hunarbaaz  Desh Ki Shaan)  শুরু হয়েছে কালারসের মঞ্চে। যে কোনও প্রতিভা দেশের মানুষের সামনে তুলে ধরার সুযোগ থাকছে এই মঞ্চে। নাচ-গান- অভিনয়-ম্যাজিক সবকিছুই তুলে ধরছেন 'হুনরবাজ-দেশ কি শান'-এর মঞ্চে। সারা দেশ থেকে অসংখ্য প্রতিযোগী এই 'হুনরবাজ'-এর (Hunarbaaz  Desh Ki Shaan) মঞ্চে অংশ নিতে আসছে। অডিশন পর্ব শেষ হয়ে মূল পর্বও শুরু হয়ে গেছে। একের পর এক চোখধাঁধানো পারফরমেন্সে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন প্রতিযোগিরা।

সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে   'হুনরবাজ-দেশ কি শান'-এর (Hunarbaaz  Desh Ki Shaan)  মঞ্চ। বিচারকের আসনে রয়েছেন বলিউডের তিন সুপারস্টার করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া। প্রতিদিনই চমকে দেওয়ার মতো পারফরম্যান্স  সকলেই চমকে দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিযোগিরা। এবার 'হুনরবাজ'-এর মঞ্চে  করণ জোহরের (Karan Johar) জন্য এল স্পেশ্যাল উপহার। কে দিল এই উপহার? সম্প্রতি নয়া প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে করণের (Karan Johar) জন্য উপহার পাঠিয়েছে রুহি ও যশ, যা দেখা মাত্রই চোখে জল এসেছে করণের। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

আরও পড়ুন-কার সঙ্গে মলদ্বীপে উড়ে গেলেন ক্যাটরিনা,প্রিন্টেড বিকিনিতে ঘুম কাড়লেন ভিকি ঘরনি

আরও পড়ুন-Priyanka Chopra: নিক-প্রিয়ঙ্কার মেয়ের ছবি কি ফাঁস হল ইনস্টাগ্রামে, জোর চর্চা নেটদুনিয়ায়

আরও পড়ুন-Shilpa-Richard : ঠোঁটঠাসা চুম্বনের কেচ্ছায় রেহাই পেলেন শিল্পা, ১৫ বছর পর মুক্ত 'কিস কা কিসসা' থেকে

 

করণের  (Karan johar) ছেলে যশ ও মেয়ে রুহির পাঠানো কার্ড উপহার পেয়ে চোখে জল এসেছে করণের। বাড়িতে গিয়েও দুই সন্তানকে আদর করার ইচ্ছেপ্রকাশও করেছেন পরিচালক-প্রযোজক। কালার্স টিভিতে সদ্য শুরু হওয়া শো-তে ভারতবর্ষের নানান রাজ্যের নানা প্রতিভা নিজেদের বিভিন্ন প্রদশর্নী সকলের সামনে তুলে ধরবেন।  তবে নাচে গানে থেমে থাকবে না প্রতিযোগীদের প্রতিভা প্রদর্শন। সেখানেই সেরার সেরা প্রতিভাবানদের খোঁজ করবে 'হুনরবাজ-দেশ কি শান'। সেই সমস্ত অবিশ্বাস্য পারফরম্যান্সের সাক্ষী থাকতে পারবেন আপনিও। ২২ জানুয়ারী থেকে শনি ও রবিবার রাত ৯ টায় কালারসে। 'হুনরবাজ-দেশ কি শান'-এর দুই প্রতিযোগীর গল্প শুনে চোখে জল এসেছে অভিনেত্রী পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়ার দুই ভাই রয়েছে। কিন্তু দুই ভাই নয়, বরং তারা সন্তানের চেয়ে বেশি বলেন জানান বলি অভিনেত্রী। দুই ভাইবোনের এই জার্নি পরিণীতির চোখে জল এনে দিয়েছে। প্রতিটা পর্বের চমক দেখার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। বেশ কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই রিয়্যালিটি শো (Hunarbaaz  Desh Ki Shaan) ।   এই শো-তে এসে মিঠুন চক্রবর্তীও  নিজের জীবনের জার্নির কথা তুলে ধরেছেন। পরিবারের একমাত্র রোজগেরে হয়ে কীভাবে সেই পরিস্থিতি সামলেছিলেন মিঠুন, সেই সমস্ত কথাও সকলের সঙ্গে  তুলে ধরেছেন মিঠুন চক্রবর্তী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত