করিনা-তৈমুরের মাদার্স ডে-তে ভিন্নতার স্বাদ, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : May 10, 2020, 11:59 PM ISTUpdated : May 11, 2020, 01:42 AM IST
করিনা-তৈমুরের মাদার্স ডে-তে ভিন্নতার স্বাদ, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

করিনা-তৈমুরের মাতৃদিবসের আর পাঁচজনের থেকে খানিক ভিন্ন। নবাব বাড়ির বধূ সঙ্গে নবাবজাদের মাদার্স ডে কাটল দুষ্টুমিতে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।

করিনা কাপুর এবং তৈমুরের খুঁনসুটি পোস্ট নেটদুনিয়ায় ক্রমশ হয়ে চলেছে ভাইরাল। করিনার পোস্ট করা ছবিতে জীভ বের করে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন করিনা। ছেলেও মায়ের মতই হালকা জীভ করে তাকিয়ে ক্যামেরার দিকে। সেই ছবি পোস্ট করে করিনা লিখেছেন এভাবেই তাদের রোজকারের মাতৃদিবস কাটে। আজ বলে নয় নিত্যদিন নবাবের বাড়িতে চলে এই দৃশ্য। 

আরও পড়নঃ'নিঃস্বার্থভাবে বাঁচিয়ে চলেছ বিশ্বকে', মাতৃদিবসে আয়ুষ্মানের ভিন্ন পরিবেশন


হলিউড বলিউড টলিউড এবং টেলিভিশন তারকারা একে একে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে পালন করছে আজকের দিনটি। মাতৃদিবসে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড উপচে পড়েছে সকলের মায়ের ছবিতে। কেউ মায়ের সঙ্গে ছবি কিংবা মায়ের একার ছবি, অথবা ছোটবেলার মায়ের কোলে থাকার ছবি শেয়ার করে চলেছে। 

আরও পড়ুনঃমা কে হারিয়েছেন বহুদিন, তবুও তাঁর স্নেহের হাত আজও রয়েছে প্রসেনজিতের সঙ্গে

এমনকি রয়েছে মায়ের সঙ্গে ভিডিও। আর পাঁচজন সাধারণ মনুষের মতই তারকারাও শুরু করেছেন মায়েদের সঙ্গে নানা ধরণের পোস্ট। আজকে মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ঠিকই, তবে মা-বাবাদের অবদানের ব্যাখা করার জন্য কোনও আলাদা দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনিই মাতৃদিবস। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা


 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে