'আশিকী ৩' ছবিতে লিড হিরোর চরিত্রে কার্তিক আরিয়ান, জল্পনার অবসান ঘটিয়ে দিলেন সুখবর

কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। এই মুহর্তে একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে। এবার ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি 'আশিকী' ছবির তিন নম্বর ছবিতে লিড হিরোর চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরিচালক অনুরাগ বসু পরিচালিত 'আশিকী ৩ ' ছবিতে টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানিয়েছেন 'ভুল-ভুলাইয়া ২' অভিনেতা।

কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। এই মুহর্তে একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে। এবার ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি 'আশিকী' ছবির তিন নম্বর ছবিতে লিড হিরোর চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরিচালক অনুরাগ বসু পরিচালিত 'আশিকী ৩ ' ছবিতে টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানিয়েছেন 'ভুল-ভুলাইয়া ২' অভিনেতা।

দীর্ঘদিন ধরেই 'আশিকী ৩' ছবি নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সোমবার সাতসকালেই জল্পনার অবসান ঘটালেন কার্তিক নিজেই। অনেকদিন আগে কানাঘুসোতে শোনা গিয়েছিল সুনীল শেঠির ছেলে আহান শেঠিকে নেওয়া হবে মূল চরিত্রে। তবে পরে  নির্মাতারা নতুন কাউকে  নেওয়ার সাহস করে উঠতে পারেননি। অবশেষে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক কার্তিকের ভাগ্যে শিকেয় ছিড়ল। মূল চরিত্রের জন্য কার্তিককে বেছে নিয়েছেন নির্মাতারা। ইনস্টাগ্রামে 'আশিকী ৩'  ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন কার্তিক আরিয়ান। এই প্রথমবার অনুরাগ বাসুর সঙ্গে ছবিতে কাজ করতে পেরে দারুণ খুশি আরিয়ান। ছোটবেলা থেকে 
'আশিকী' দেখে বড় হওয়ার পর সেই ছবির তৃতীয় ফ্রাঞ্চাইজিতে অংশ নিতে পারাটা কার্তিকের কাছে স্বপ্নের মতো।

Latest Videos

 

 

'আশিকী'  ছবি নিয়ে দর্শকদের মধ্যে সবসময়েই টানটান উত্তেজনা রয়েছে। ছবির প্রতিটা গানই সুপারহিট। ১৯৯০ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'আশিকী' ছবিটি। লিড রোলে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। এই ছবিই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল তারকা জুটিকে। তারপর  দীর্ঘ ২৩ বছর পর মুক্তি পায় 'আশিকী ২'। ছবিতে  লিড রোলে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।  এই ছবিও মাইলস্টোন হয়ে রয়েছে।   এবার আসতে চলেছে  'আশিকী ৩'। যেখানে  লিড রোলে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ইতিমধ্যেই ছবি ঘিরে প্রত্যাশা তুঙ্গে। আপাতত ছবি মুক্তির দিন গোনা শুরু করেছেন দর্শকরা।   শেষবারের মতো আনিস বাজমি পরিচালিত ভুতুরে ড্রামা 'ভুল-ভুলাইয়া ২' ছবিতে দেখা গেছে কার্তিক আরিয়ানকে।  ২০২২ সালে ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি হল 'ভুল-ভুলাইয়া ২' । বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এছাড়াও তেলেগু ছবি আল্লু বৈকুণথাপুরামুলো এর অফিসিয়াল রিমেকে অভিনয় করছেন কার্তিক। ছবির নাম শেহজাদা। ছবিতে আল্লু অর্জুনের ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ান। ছবিতে কৃতি শ্যাননের বিপরীতে দেখা যাবে কার্তিককে। ২০২৩ সালে ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়াও কিয়ার আদবানির সঙ্গে সত্যপ্রেম কি কথা ছবিতেও দেখা যাবে কার্তিক আরিয়ানকে। আগামী বছরের জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia