প্রেমের মরশুমে একটু উসাকানি কৌশিক গুড্ডুর, সৌজন্যে রোম্যান্টিক অ্যালবাম তেরি আদা

Published : Feb 19, 2022, 03:16 PM ISTUpdated : Feb 19, 2022, 04:58 PM IST
প্রেমের মরশুমে একটু উসাকানি কৌশিক গুড্ডুর, সৌজন্যে রোম্যান্টিক অ্যালবাম তেরি আদা

সংক্ষিপ্ত

প্রেমের মরশুমের অনুভূতিকেই একটু উসকে দিতে এবার এসে গেল কলকাতার কৌশিক-গুড্ডু জুটি। বলিউডের এই ইয়াং ট্যালেন্ডেড ডুয়ো কৌশিক-গুড্ডুর যুগলবন্দি প্রথম সিঙ্গল মিউজিক ভিডিও অ্যালবাম তেরি আদা। মোহিত চৌহান ও সৌম্য উপাধ্যায়ের কন্ঠে কৌশিক-গুড্ডুর কম্পোজিশনে মুক্তি পেল তেরি আদা। মিউজিক ভিডিও অ্যালবামে অভিনয় করেছেন শিবাঙ্গী যোশী ও মোহসিন খান

ফেব্রুয়ারি মাস জুড়েই যেন প্রেমের মরশুম। ভ্যালেনটাইন্স ডে-র পরেও যেন মন-প্রাণ জুড়ে থাকে রোম্যান্সের স্নিগ্ধ অনূভতি।  আর সেই অনুভূতিকেই একটু উসকে দিতে এবার এসে গেল কলকাতার কৌশিক-গুড্ডু জুটি (kaushik-Guddu Duo)। কিছুদিন আগেই নিজেদের নতুন রোম্যান্টিক মিউজিক অ্যালবাম তেরি আদা (Teri Ada) নিয়ে খুব শীঘ্রই সকলের কাছে হাজের হবেন সেকথা জানিয়েছিলেন কলকাতার কৌশিক-গুড্ডু (Kaushik-Guddu Duo)। এবার অপেক্ষার সব অপেক্ষার অবসান। এসে গেল বলিউডের এই ইয়াং ট্যালেন্ডেড ডুয়ো কৌশিক-গুড্ডুর যুগলবন্দি প্রথম সিঙ্গল অ্যালবাম তেরি আদা। এই অ্যালবামে ইয়ং ট্যালেন্ডেড মিউজিক কম্পোজার কৌশুক-গুড্ডুর জুটির কম্পোজিশন আর আর মোহিত চৌহান ও সৌম্য উপাধ্যায়ের কন্ঠে প্রেমের মাস অর্থাৎ ফেব্রুয়ারির অন্যতম সেরা উপহার তেরি আদা (Teri Ada)। এই অ্যালবামে অভিনয় করেছেন শিবাঙ্গী যোশী (Shibangi Joshi) ও মোহসিন খান (Mohsin Khan)। 

কৌশিক-গুড্ডু তাঁদের প্রথম সিঙ্গল মিউজিক অ্যালবাম প্রসঙ্গে বলেছেন, প্রথমবার সিঙ্গল মিউজিক অ্যালবামে (Single Music Album) কাজ করার একটা আলাদাই আনন্দ ছিল। সেই সঙ্গে ছিল একটু টেলশনও। তবে মোহিত চৌহানের মত একজন গায়কের সঙ্গে কাজ করার সুযোগ অভিজ্ঞতার মাত্রাকে একটা আলাদা জায়াগায় পৌঁছে দেয় সে কথাও অকপটে বলেছেন তাঁরা। সেই শিবাঙ্গী-মোহসিন জুটি এই অ্য়ালবামের জন্য পারফেক্ট ম্যাচ বললেন কৌশিক-গুড্ডু। সব মিলিয়ে কলকাতা নিবাসী কৌশিক-গুড্ডু তাঁদের প্রথম সিঙ্গল মিউজিক অ্যালবাম মিয়ে খুবই আশাবাদী। দর্শকের মনে রোম্যান্সের ছোঁয়া দেবে তেরি আদা সেই আশাই করছেন তাঁরা। 

আরও পড়ুন-কৌশিক-গুড্ডুর নয়া ম্যাজিক, এবার সিঙ্গল অ্যালবামে ঝড় তুলতে তৈরি এই বাঙালি জুটি

আরও পড়ুন-'জিন্দেগি অউর কুচভি নেহি', গানে গানে দুবাইয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন আতিফ

আরও পড়ুন-আর কিছুক্ষণের অপেক্ষা, বিয়ের আসরে পৌঁছাবেন ফারহান-শিবানী, খান্ডালায় ক্যমেরাবন্দি অতিথিরা

বলিউডের প্রথমসারির বিভিন্ন অভিনেতার ছবিতে মিউজিক কম্পোজার হিসাবে কাজ করে বি-টাউনে বাঙালির জয়গান গেয়ে চলেছেন শহর কলকাতার কৌশিক-গুড্ডু। আক্কির সূরিয়াবংশী ছবির মেরে ইয়ারা গানে তো রীতিমতো রেকর্ড ব্রেক করেছে নেটদুনিয়া। এই গানের ওপর প্রায় ২ মিলিয়নের বেশী রিল তৈরি হয়েছে সোশ্যাল সাইটে।  আমার-আপনার মত সিনেপ্রেমী ও সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয় ছুঁয়েছিল অক্ষয়কুমার অভিনীত সূরিয়াবংশী (suriyabanshi) ছবিতে এই কৌশিক-গুড্ডুর (kaushik-Guddu) মত ইয়ং ট্যালেন্টেড মিউজিক কম্পোজারের কম্পোজিশনে তৈরি মেরে ইয়ারা। নতুন মিউজিক অ্যালবাম দর্শক হৃদয়ে কতটা ঝড় তোলে এখন সেটাই দেখার। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে
শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও