Katrina-Vicky Wedding: লেডি ডায়নার স্টাইলে ক্যাটের এঙ্গেজমেন্ট রিং, হীরের এই আংটির দাম কত

Published : Dec 10, 2021, 09:24 AM IST
Katrina-Vicky Wedding: লেডি ডায়নার স্টাইলে ক্যাটের এঙ্গেজমেন্ট রিং, হীরের এই আংটির দাম কত

সংক্ষিপ্ত

অবশেষে ভক্তদের সামনে ধরা দেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুজনের বিয়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল।

এক কথায় যাকে বলে রাজকীয় বিয়ের আসর, ক্যাটরিনা (Katrina Kaif) ও ভিকির (Vicky Kaushal) বিয়ের মন্ডপ ঠিক সেভাবেই সাজিয়ে তোলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় (Social Medial) সে ছবি বর্তমানে ভাইরাল। বিয়ের পরিকল্পনা থেকে শুরু করে তাদের বিয়ের অনুষ্ঠান পর্ব (katrina-Vicky Wedding) , আয়োজনে বিন্দুমাত্র ফাঁক থাকেনি ভিক্যাট এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠানে। বিয়ের পর যখন প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, চতুর্দিকে আলোর রোশনাই ভোরে ওঠার ছবিতে মন ভরেছে ভক্তদের। তবে এটি ছিল কুড়িয়ে পাওয়া কয়েকটি ছবি মাত্র। অবশেষে ভক্তদের সামনে ধরা দেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুজনের বিয়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল। সেখানেই কড়া নজর দিয়ে নেট দুনিয়া এবার আবিষ্কার করল নতুন কাহিনি। ছবির মধ্যে দিয়েই একচিলতে দর্শন পাওয়া কাটরিনার এঙ্গেজমেন্ট রিং-এ নজর আটকে এবার নেট পাড়ার। লেডি ডায়না স্টাইলে এবার এঙ্গেজমেন্ট রিং পরালেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফকে। দুজনই বিয়ের মন্ডপে হাত ধরে বসে, এই ছবিতে ভালো করে নজর দিলেই চোখে পড়ে হাতে থাকা আংটি। ২ থাকে ডায়মন্ড বসানো এই হীরার আংটির দাম ৭.৪১ লক্ষ টাকা। লেডি ডায়নার হাতে  থাকা এই আংটি ছিল এক কথায় বলতে গেলে স্টার আইকন। তার সঙ্গে সাদৃশ্য তা বজায় রেখে এবার বিয়ের আংটি পেলেন কাটরিনা।

পাঞ্জাবি স্টাইলে বসেছিল বিয়ের আসর। এদিন ক্যাটরিনাও ভিকি কৌশল কে দেখে মনে হয়, ঠিক যেন গল্পের রাজা রানি, নতুন সফরে পা রেখেই সকলের কাছে আশীর্বাদ চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন দুজনে। কমেন্ট বক্সে লিখলেন, 'আমাদের মনে থাকা দুজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিণতি আজকের এই সন্ধ্যায় আমাদের এনে দাঁড় করিয়েছে। জীবনের নতুন সফর শুরু, সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : বিয়ের সানাই বাজার আগেই বিপত্তি, যোধপুরে যেতেই অভিযোগ দায়ের ভিকি-ক্যাটের নামে

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটের রাজকীয় বিয়ে, মেনুতে কী কী থাকছে জানেন

আরও পড়ুনKatrina-Vicky Wedding : সপরিবারে রাজস্থান রওনা ক্যাট-ভিকির, হাই প্রোফাইল বিয়ের আসরে সরগরম বি-টাউন

বর্তমানে সেই ছবিতেই বুঁদ নেট পাড়া। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ও আশীর্বাদ করতে কমেন্ট বক্সে ক্রমেই জমছে ভিড়। গত একমাস ধরে বি-টাউনের চলে সাজ সাজ রবের অবশেষে বৃহস্পতিবার হল ইতি। এখন আর গোপনে প্রেম নয়, সামাজিক বিয়ে সেরে খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের পর নেই তেমন কোনো হানিমুনে পরিকল্পনা। কারণ কাটরিনা কাইফের সিডিউল অনুযায়ী তিনি বিয়ে পর্ব সেরেই যোগ দেবেন শুটিংয়ে। আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশন তবে তার সঙ্গে জুড়ে গেল এবার সংসার জীবন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?