আইনি জটিলতায় লক আপ, পিছিয়ে গেল শো-র মুক্তির দিন

শনিবার লক আপ-এর প্রযোজক একতা কাপুর একটি প্রোমো শেয়ার করেছেন। সেখানে প্রতিযোগী হিসেবে করণবীর বোহরা থাকছেন সে কথাও জানিয়েছেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে পিছিয়ে গেল এই শো-য়ের সম্প্রচারের দিন। যতদূর জানা যাচ্ছে এই শো-কে নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যই নির্দিষ্ট দিনে শো সম্প্রচারিত হল না।  হায়দরাবাদের এক আদালতের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে এই শো-এ উপর। 

রিয়েলটি শোয়ের (Realty Show) জ্বরে কাবু জেন ওয়াই থেকে মাঝ বয়সী, এমনকি অনেক সিনিয়র সিনিয়র সিটিজেনরাও রিয়েলটি শো-য়ের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। রিয়েলটি শো মানেই সেখানে টানটান উত্তেজনা আর টিআরপি-র খেলা। সেই রকমই একটি শো-Lock Upp: Badass Jail, Atyaachari Khel-এর কথা ঘোষণা করা হয়েছিল এটিএল বালাজি ও এমএক্স প্লেয়ারের তরফে। ২৭ ফেব্রুয়ারি (27th February) অর্থাৎ রবিবাসরীয় ছুটির মেজাজেই এই শো দর্শক দরবারে আসার কথা ছিল যাতে প্রতিটি রিয়েলটি শো-র দর্শক এই শো-য়ের পরতে পরতে যে উত্তেজনা রয়েছে সেটি উপভোগ করতে পারেন। কিন্তু সেই গুড়ে বালি। শনিবার লক আপ-এর প্রযোজক একতা কাপুর একটি প্রোমো শেয়ার করেছেন। সেখানে প্রতিযোগী হিসেবে করণবীর বোহরা (Karanveer Bohra) থাকছেন সে কথাও জানিয়েছেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে পিছিয়ে গেল এই শো-য়ের সম্প্রচারের দিন (Show Postpond)। এই শো-নিয়ে দর্শকের মনে উত্তেজনার আরও একটি কারন ছিল শো-এর সঞ্চালক বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রাণাওয়াত (Kangna Ranawat)। 

যতদূর জানা যাচ্ছে এই শো-কে নিয়ে আইনি জটিলতার (Show Postpond Due to Leagal Battel) সৃষ্টি হয়েছে। আর সেই জন্যই নির্দিষ্ট দিনে শো সম্প্রচারিত হল না।  হায়দরাবাদের এক আদালতের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে এই শো-এ উপর। প্রসঙ্গত, সানোবার বেইজ নামের হায়দরাবাদ নিবাসী এক ব্যবসায়ী  লক আপ নামের শো-টির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য, এই শো-টির পরিকল্পনা তাঁদের আগে থেকেই ছিল। এবং সেই শো-টির জন্য তিনি এবং তাঁর সহকর্মীরা দীর্ঘ দিন ধরেই কাজ করছেন। লকডাউনের জন্য সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই শো-এর পরিকল্পনা তাঁদের করোনাকালের আগে থেকেই। তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন সানোবার। এর পরেই আদালতের তরফে লক আপ-এর উপর আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে প্রোমোশন থেকে বদলে গিয়েছে শো শুরু হওয়ার তারিখ। ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা শো-টির। তার বদলে এখন বলা হচ্ছে, শীঘ্র আসছে। ফলে ভক্তদের মনে প্রশ্ন জাগছে যে, বিতর্কিত শো থেকে বিতর্কিত সঞ্চালক, দুইয়ের মিশেলে কী আদৌ এই শো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। 

Latest Videos

Lock Upp: Badass Jail, Atyaachari Khel-নিয়ে যখন প্রথমবার খবর প্রকাশ্যে এল তখন এই সংস্থার তরফে দাবি করা হয়েছিল এই ধরনের শো ভারতের ইতিহাসে প্রথম। ২৬ ফেব্রুয়ারি শনিবার এই শো-এর প্রতিযোগীর নামও সামনে এনেছেন প্রযোজক একতা কাপুর। টেলি অভিনেতা করণভীপ বোহরা ছিল এই শো-এর প্রথম প্রতিযোগী। একসময় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো কসৌটি জিন্দেগী কি-তে নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের মনে স্থায়ী আসন তৈরি করেছিলেন করণভীর। সলমন খানের সঞ্চালনায়  বিগ বসের মত পপুলার রিয়েলটি শো-তেও অংশ নিয়েছিলেন করণভীর বোহরা।  তাঁর পর এই শো Lock Upp: Badass Jail, Atyaachari Khel-তে অংশ নেবেন বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডে, নিশা রাওয়াল, মুনাওয়ার ফারুকি ও ববিতা ফোগতের মত রুপোলি পর্দার স্টাররা। আর এই সকল স্টারদের নিয়ে লকআপের মধ্যে খেলায় মাতবেন এই শো-র সঞ্চালক বলিউডের ক্যুইন কঙ্গনা রাণাওয়াত। এখন প্রশ্ন একটাই, আইনি জটিলতা কাটিয়ে কবে শুরু হবে লক আপ শো-য়ের সম্প্রচার। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury