বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য, মণি রত্নমের ঐতিহাসিক ছবিতে রাই সুন্দরীকে চিনতে পারছেন

Published : Mar 03, 2022, 02:01 PM ISTUpdated : Mar 03, 2022, 03:29 PM IST
বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য, মণি রত্নমের ঐতিহাসিক ছবিতে রাই সুন্দরীকে চিনতে পারছেন

সংক্ষিপ্ত

মণি রত্নমের তামিল ছবি পুণ্যিয়ানি সেলভান দিয়ে পর্দায় কামব্যাক  করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবির লুক শেয়ার হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।  ব্রাউন রঙের শাড়ি, সঙ্গে সোনার গয়না পরে ছবিতে দেখা গিয়েছে রাই সুন্দরীকে (Aishwarya Rai Bachchan) । চুলে বাঁধা খোপা, চোখের চাহনিতে সকলেই মুগ্ধ। মণি রত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন নন্দিনী। ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। দীর্ঘদিন বাদে ঐশ্বর্যর এই লুক দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আগামী ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে বিগ বাজেটের এই ছবি 'পুণ্যিয়ানি সেলভান'-এর  (Panniyin Selvan ) প্রথম পার্ট। ছবির সহ অভিনেতাদের সঙ্গে  নিজের ফার্স্ট লুক শেয়ার করে ঐশ্বর্য লিখেছেন, '৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে স্বর্ণযুগ '।

বচ্চন পরিবারের পূত্রবধু তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সর্বদাই  তোলপাড় নেটপাড়া। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন পরিবার। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন রাই সুন্দরী। আজও অমলিন তার রূপের জাদু। নীল নয়না এক চাউনিতেই আসমুদ্রহিমাচলের ধুকপুকানি যেন মুহূর্তে বেড়ে যায়। তার মুক্তো ঝরা হাসিতে খিলখিলিয়ে হেসেও ওঠে নেটপাড়া। গত তিন দশক ধরে তার রূপের নেশায় বুঁদ গোটা বিশ্ব। দীর্ঘ দিন বাদে  মণি  রত্নমের ছবি দিয়েই বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। 

মণি রত্নমের তামিল ছবি পুণ্যিয়ানি সেলভান দিয়ে পর্দায় কামব্যাক  করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবির লুক শেয়ার হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।  ব্রাউন রঙের শাড়ি, সঙ্গে সোনার গয়না পরে ছবিতে দেখা গিয়েছে রাই সুন্দরীকে (Aishwarya Rai Bachchan) । চুলে বাঁধা খোপা, চোখের চাহনিতে সকলেই মুগ্ধ। মণি রত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন নন্দিনী। ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। দীর্ঘদিন বাদে ঐশ্বর্যর এই লুক দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আগামী ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে বিগ বাজেটের এই ছবি 'পুণ্যিয়ানি সেলভান'-এর  (Panniyin Selvan ) প্রথম পার্ট। ছবির সহ অভিনেতাদের সঙ্গে  নিজের ফার্স্ট লুক শেয়ার করে ঐশ্বর্য লিখেছেন, '৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে স্বর্ণযুগ '।

 

 

আরও পড়ুন-উন্মুক্ত স্তনের একাংশ, অর্ধনগ্ন শরীরে ঝড় তুলতে গিয়েই চরম ট্রোলড শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন-যৌন উত্তেজনাপূর্ণ ছবির অফার, চরম বিপাকে পড়ে কী করেছিলেন শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন-দড়ি দিয়ে বাঁধা বক্ষযুগল, কালো ব্রালেটে সাগরের মাঝে ধুকপুকানি বাড়ালেন নিয়া শর্মা

 

'পুণ্যিয়ানি সেলভান'-এর (Panniyin Selvan )  প্রথম লুক পোস্টার মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। থাইল্যান্ড, হায়দরাবাদ, মধ্যপ্রদেশের অর্চাতে ছবির বড় একটা অংশের শুটিং হয়েছে। ছবিতে ঐশ্বর্য  (Aishwarya Rai Bachchan) ছাড়াও অভিনয় করেছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন, মোহন বাবু। আপাতত দুটি পার্টে তৈরি হচ্ছে এই ছবি। চলতি বছরে মুক্তি পাবে ছবির প্রথম পার্ট। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস  'পুণ্যিয়ানি সেলভান'-এর অবলম্বনে তৈরি এই ছবি। এর আগেও মণি রত্নমের পরিচালনায় গুরু, রাবণ-এর মতো ছবিতে অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐতিহাসিক কল্পকাহিনি উপন্যাসের আদলে তৈরি হবে এই ছবি।  দেশের সবচেয়ে ব্যায়বহুল সিনেমার মধ্যে  একটি হতে চলেছে মণি রত্নমের আগামী ছবির কাজ। চলচ্চিত্রটির প্রতিটি বিভাগেই রয়েছে তাবড় তাবড় শিল্পীরা।  ঐত্যিহাসিক মহাকাব্যের সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান। সিনেমাটোগ্রাফি করছেন রবি বর্মন। আপাতত মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে