
দুই তারকাই স্টুডেন্ড অব দ্য ইয়ার ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছেন। সেখান থেকেই যাত্রা শুরু। তবে এক প্রথম ছবি অপরজন সিক্যুয়েল। দুই তারকাদেই দেখা গিয়েছিল মার জাওয়া ছবিতে। সেখানেই পর্দায় ঝড় তুলেছিলেন এই জুটি। এবার মাসাকলি গানের রিমেকে দর্শকদের নজর কাড়লেন তাঁরা। দিল্লি সিক্ল ছবির জনপ্রিয় গান মাসাকলি। সেই ছবির গানেই এবার মাতলেন দুই তারকা।
আরও পড়ুনঃ 'লকডাউনে এটাই স্বর্গ', কেন এমন বললেন অভিনেত্রী স্বস্তিকা
পুরোনো দিল্লির বাড়ির ছাদ নয়, গানের রিমেকে জায়গা করে নিল পাঁচ তারা হোটেলের সুট। বন্ধ দরজার ভেতরে মেতে উঠলেন রোম্যান্সে, লক ডাউনে দর্শকদের কাছে এই গান একটি উপহার হলেনও, বেজায় চললেন এআর রহমান। প্রসূন যোশির কথায় এই গানের সুর দিয়েছিলেন এ আর রহমান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অরিজিনাল গান শোনার অনুরোধই করলেন তিনি।
আরও পড়ুনঃ 'এক বিশ্ব, এক যোগে বাড়িতে', বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ-প্রিয়ঙ্কা
সাফ নাকোচ না করে, সুরকার সোশ্যাল মিডিয়ায় লিখলেন আসলের মজা নিন। কোনও শর্টকাট নয়। দিল্লি ৬ এর এই গান মুক্তির পরই ঝড় তুলেছিল বিনোদন জগতে। তাই এই গানের রিমেকে মোটেই খুশি নন রহমান। তাঁর ভক্তরাও তাঁরই সুরে সুর মেলালেন। যদিও গানে সিদ্ধার্থ ও তারার রোম্যান্স আবারও তাক লাগালো দর্শকদের। মুক্তির ২৪ ঘন্টার মধ্যে ভিউ ছড়িয়েছে এক মিলিয়ান।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।