Mouni Roy : দৌঁড়তে গিয়েই হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল বক্ষযুগল, 'Oops Moment'-এর শিকার মৌনি

Published : Nov 30, 2021, 11:23 AM IST
Mouni Roy : দৌঁড়তে গিয়েই হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল বক্ষযুগল, 'Oops Moment'-এর শিকার মৌনি

সংক্ষিপ্ত

কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। এবার উপস মোমেন্টের শিকার হলেন মৌনি রায়। অতিরিক্ত কাটাছেড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে এবার বড়সড় সমস্যায় পড়লেন বঙ্গতনয়া। যদিও জনসমক্ষে পোশাক খুলে যাওয়া বা পোশাক বিভ্রাট নতুন কোনও ঘটনা হয়। এবার তেমনটাই ঘটল মৌনির সঙ্গে। 

বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী। এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। এবার উপস মোমেন্টের শিকার হলেন মৌনি রায় (Mouni Roy)। অতিরিক্ত কাটাছেড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে এবার বড়সড় সমস্যায় পড়লেন বঙ্গতনয়া। যদিও জনসমক্ষে পোশাক খুলে যাওয়া বা পোশাক বিভ্রাট নতুন কোনও ঘটনা হয়। এবার তেমনটাই ঘটল মৌনির (Mouni Roy) সঙ্গে। উন্মুক্ত পিঠ, বুকের দু-পাশ অতিরিক্ত কাটা,যার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে স্তনযুগল। আচমকা রাস্তায় দৌঁড়তে গিয়েই বিপাকে পড়লেন মৌনি রায়।

অভিনেত্রী কী করছেন, কোথায় যাচ্ছেন সবকিছু জানতে মুখিয়ে রয়েছেন দর্শক। কেরিয়ার থেকে স্টাইল স্টেটমেন্ট, বলি অভিনেত্রী মৌনির ব্যক্তিগত জীবননিয় খুবই আগ্রহী দর্শক। অন্যদিকে মৌনির হট অবতার বলিউডের সকলের কাছেই অত্যন্ত পরিচিত। ভিডিওতে দেখা যাচ্ছে মৌনিও (Mouni Roy) দৌঁড়াচ্ছে তার পিছন পিছন পাপারাৎজিরা দৌঁড়াচ্ছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার জামা টানতে দেখা যায় মৌনিকে। এমনকী পার্কিং-এ মৌনির গাড়ি না  থাকায় আরও বিপাকে পড়েন অভিনেত্রী। কাটাছেড়া পোশাক সামলাতে না পেরেই আচমকা রাস্তায় দৌঁড়তে শুরু করেন মৌনি রায় (Mouni Roy) । এড়িয়ে যান পাপারাৎজিদের ডাক। তারপর পাপারাৎজিরাও ছুটতে শুরু করে মৌনির (Mouni Roy) পিছনে। শেষমেষ গাড়িতে উঠে দরজা বন্ধ করার সময় ফের নায়িকার উন্মুক্ত বক্ষযুগল ধরা পড়ে ক্যামেরায়।  আসলে মৌনির পোশাকের গলার হটকায় আলগা হয়ে গিয়েছিল বলে ধারণা একাংশের।ব্যাকলেস পোশাকে মৌনির (Mouni Roy) এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

 

 

আরও পড়ুন-Ankita-Vicky : হলদি থেকে সংগীত, এই বিশেষ দিনেই বসছে অঙ্কিতা-ভিকির বিয়ের আসর

আরও পড়ুন-Sara Ali Khan : কোমর চুঁইয়ে পড়ছে যৌবন, ছবি তুললেই পাপারাৎজিকে ধাক্কা, রেগে আগুন সারা

আরও পড়ুন-Madhumita Sarcar : বুকচেরা জ্যাকেটে বেরিয়ে 'ব্রা'-এর কাপ, অনাবৃত উরুতে আগুন জ্বালালেন মধুমিতা

 

শরীরী মোচড়ে রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত মৌনির (Mouni Roy) এই  উপস মোমেন্টই (Oops Moment) এখন নেটদুনিয়ার হটকেক। টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। ছোটপর্দা দিয়ে কাজ শুরু করলেও বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় (Mouni Roy)মানেই শরীরী উষ্ণতা। এবার অতিরিক্ত কাটাছেড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে বড়সড় সমস্যায় পড়েছেন বঙ্গতনয়া। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার উপস মোমেন্টের শিকার হয়েছিলেন মৌনি রায় (Mouni Roy)। পোশাক নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন গোল্ড নায়িকা। নেটিজেনরা বলেছে, কী দরকার এমন পোশাক পরার, কেউ বলেছেন এমন জামা পরেও তো এখন আর কাজ পান না। একাধিক অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত