'তোমার দিকে কেউ তাকাবেও না', ক্যাটরিনার সম্বন্ধে বিস্ফোরক রোহিত

  • ক্যাটরিনার কাইফের প্রতি পরিচালক রোহিত শেঠি অপমানজনক মন্তব্য
  • অভিনেত্রীর পাশাপাশি ক্যাট-ভক্তরা ক্ষুব্ধ পরিচালককে নিয়ে
  • ট্যুইটারে রোহিতের বিরুদ্ধে সরব নেটদুনিয়া 
     

ক্যাটরিনা কাইফ, এমন একজন অভিনেত্রী যাঁকে কোনও দৃশ্যে এক ঝলকে রাখতেই পারলেই কেল্লাফতে পরিচালকের। আর তাঁকেই নাকি অবহেলায় হারাতে বসেছেন অ্যাকশন জনরাহর পরিচালক রোহিত শেঠি। সম্প্রতি তাঁর আগামী ছবি 'সূর্যবংশী'র একটি দৃশ্য নিয়ে ক্যাটরিনাকে সরাসারি বলে বসলেন, তাঁকে নাকি কেউ স্ক্রিনে নোটিসই করবে না। ছবির তিন হিরো অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিংকেই দেখতে চায় দর্শকরা। 

আরও পড়ুনঃভারতের বক্স অফিস মাফিয়ার চামচা, এবার তাপসীর পাশে দাঁড়ালেন রঙ্গোলি

Latest Videos

আরও পড়ুনঃপ্রেমের রঙে নয়, দোলের রঙে রঙিন রাজ-শুভশ্রী

এই মন্তব্যের পর থেকেই রোহিতের বিরুদ্ধে সরব ট্যুইটারাটি। একটি দৃশ্য যেখানে পিছনে বোমা বিস্ফোরণ হচ্ছে এবং সামনে থেকে এগিয়ে আসছেন তিন হিরো সহ ক্যাটরিনাও। সেখানে অভিনেত্রীর কয়েকবার চোখের পাতা পড়ে গিয়েছে। নিজের সুবিধার্থে রোহিতকে চথুর্ত টেকের পর আরও একবার নিতে বলেন। তখনই রোহিত সরাসরি, ক্যাটরিনাকে জানিয়ে দেন, এই দৃশ্যে তাঁর দিকে কেউ তাকাবেই না। বরং তিন অভিনেতার দিকে নজর থাকবে দর্শকের।

আরও পড়ুনঃকেমন কাটছে দীপিকার হোলি, জানালেন নায়িকা

যারপর ক্যাটরিনা রীতিমত রেগেই তাঁকে জিজ্ঞেস করেন যে এই কথাটা তিনি বলার সাহস পেলেই বা কীকরে। রোহিত জানান, "আমি ওঁর কোনও কথাই শুনিনি। আমার ওই শটটাই রেখেছি যেখানে ওঁর চোখ পিটপিট করছে। কিন্তু তাতে কিছু যায় আসে না। কারণ কেউ এই দৃশ্যে ওঁকে দেখবে না।"

এ খবর প্রকাশ্যে আসতেই রোষে ফুসছে ভক্তরা। ট্যুইটারে পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে তারা জানিয়েছে, ক্যাটরিনার জন্যই তাঁরা 'সূর্যবংশী' দেখতে যাবে। আপনার লজ্জা হওয়া উচিত রোহিত শেঠি। কয়েকজন ফ্যান এও লেখেন, ক্যাটরিনার তালিকায়, অক্ষয় এবং রোহিতের তুলনায় অনেক বেশি ব্লকবাস্টার ছবি রয়েছে। তাই ক্যাটরিনাকে অপমান করা তাঁর ঠিক হয়নি। এছাড়াও দু-একজন ছবিটি বয়কটের কথাও তুলেছেন।

 

 

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari