সুশান্তের প্রোফাইল থেকে নববর্ষের শুভেচ্ছাবার্তা, আবেগে ভাসল সুশান্ত ভক্তরা

নববর্ষে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রোফাইল থেকে নববর্ষের শুভেচ্ছা। অভিনেতার হয়ে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন তাঁর দিদি। পোস্টে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। 
 

দিনটা ছিল ১৪ জুন। ২০২০ সালের এই দিনটা চলচ্চিত্র জগতের কাছে কালো দিন বা ব্ল্যাক ডে হিসাবে পরিচিত। সকলকে চমকে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুকে ঘিরে কম কাটা ছেড়া হয়নি বলিপাড়ায়। বছর পেড়িয়ে গেলেও আজও সেই ক্ষত একেবারে দগদগে। ইয়ং ট্যালেন্ট সুশান্ত সিং রাজপুতের ভক্ত সংখ্যাও ছিল প্রচুর। তাই তাঁকে ভোলা সত্যিই খুব কঠিন। নতুন বছর অর্থাৎ ২০২২ সালের প্রথমে ফের একবার সুশান্তের মৃত্যু যন্ত্রনা উসকে দিল সিনেমহল থেকে ভক্তমহলকে। প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে ভেসে এল নববর্ষের শুভেচ্ছা। আর এই পোস্ট দেখে তো চক্ষু একেবারে চরকগাছ। প্রয়াত অভিনেতার প্রোফাইল থেকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পেয়ে একদিকে যেমন নস্টালজিয়ায় গা ভাসিয়েছে সুশান্ত ভক্তরা কারোর আবার দুচোখ দিয়ে বয়ে গেছে অশ্রু বারিধারা। তবে প্রত্যেকেই একটা জিনিস বুঝেছিলেন যে, সুশান্ত সিং রাজপুতের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে তাঁর পরিবারের তরফেই কেউ ভক্তদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। 

এখন প্রশ্ন হল অভিনেতার মৃত্যুর দেড় বছর পর তাঁর প্রোফাইল থেকে শুভেচ্ছা বার্তাটা পাঠাল কে। আসলে সুসান্তের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি, যিনি তাঁর ভাই সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সবচয়ে বেশী সুর চড়িয়েছিলেন। নববর্ষের শুরুতে সেই দিদিই প্রয়াত ভাই সুশা ন্ত সিং রাজপুতের তরফে শুভেচ্ছা জানিয়েছে তাঁর ভক্তদের। বলাই বাহুল্য, প্রয়াত অভিনেতার তরফে তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার পাঠাতে দূত হিসাবে কাজ করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং। তাঁর পোস্টে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কোন কোনও ভক্ত শ্বেতার এই কার্যকলাপের জন্য তাঁকে দুষেছেন, কেও আবার দগদগে ঘা-এ প্রলেন লাগানোর চেষ্টা করেছে। এক সুশান্ত ভক্ত তো লিখেছেন, শ্বেতা ছিল বলেই সুশান্তের স্টেটাস আপডেটের নোটিফিকেশনটা তো অন্তত এল। আরেক ভক্তের লেখনিতে আবার অন্য সুর। তাঁর মতে, সুশান্তের হয়ে শুভেচ্ছা জানিয়ে পুরনো ক্ষতকে তাজা করার কোনও দরকারই ছিল না। 

Latest Videos

আরও পড়ুন-উদভ্রান্তের মত কাকে খুঁজে বেড়াচ্ছেন অঙ্কিতা লোখান্ডে, হঠাৎ কী হল 'মানব'-এর 'অর্চনা'র

আরও পড়ুন-'আমার জায়গায় অন্য মেয়ে হলে শিরা কেটে ফেলত' , আড্ডায় অকপট বলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে

আরও পড়ুন-BigBoss Season 15: বিগবস-১৫ দেখাবে কঠিন বাস্তব দেখুন সিজন শুরুর আগে কী বললেন সলমন খান

একটু যদি ফিরে দেখা যায়, তাহলে মনে পড়ে যায়, ২০২০ সালের সেই ভয়ঙ্কর ১৪ জুন সকালের কথা। সংবাদের শিরোনামে সুশান্তের মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। ফিল্মি কেরিয়ারে দক্ষ অভিনয় শৈলির মাধ্যমে সকলের মনে নিজের একটা স্থায়ী আসন করে নিয়েছিল বলিউডের উঠতি ট্যালেন্ট সুশান্ত সিং রাজপুত।  তাই তাঁর মতো একজন ইয়ং ট্য়ালেন্টের মৃত্যুতে শোক বিহ্বল হয়েছিল সিনেমহল থেকে দর্শকমহল। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar