অন্তঃসত্বা অবস্থায় অ্যাকশন ফিল্মের শুটিং, প্রথম হলিউড ছবির অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া

খুব শিগগিরই মাস হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের দু মাস পরে অন্তঃসত্বা হওয়ার খবর প্রকাশ করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। এর পরেই আলিয়ার কেরিয়ার নিয়ে নানারকম জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে অন্তঃসত্বা থাকাকালীন তিনি কি পর্দা থেকে লম্বা বিরতি নিতে চলেছেন? এসব জল্পনাকে দুলয় উড়িয়ে দিয়ে অন্তঃস্বত্বা থাকাকালীন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তাঁর হলিউড ডেবিউ হার্ট অফ স্টোনের শ্যুটিং করতে। জানালেন অন্তঃস্বত্বা অবস্থায় তাঁর প্রথম হলিউড ছবির শ্যুটিং-এর অভিজ্ঞতা।

খুব শিগগিরই মাস হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের দু মাস পরে অন্তঃসত্বা হওয়ার খবর প্রকাশ করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। এর পরেই আলিয়ার কেরিয়ার নিয়ে নানারকম জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে অন্তঃসত্বা থাকাকালীন তিনি কি পর্দা থেকে লম্বা বিরতি নিতে চলেছেন? আর ছবি করবেন না? এসব জল্পনাকে দুলয় উড়িয়ে দিয়ে অন্তঃস্বত্বা থাকাকালীন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তাঁর হলিউড ডেবিউ হার্ট অফ স্টোনের শ্যুটিং করতে। জানালেন অন্তঃস্বত্বা অবস্থায় তাঁর প্রথম হলিউড ছবির শ্যুটিং-এর অভিজ্ঞতা।

Latest Videos

প্রথম সন্তানকে গর্ভে নিয়ে এত টা ঝকমারি করে কিভাবে নিজের এই ব্যস্ত জীবন, কাজ এগুলিকে সামলালেন অভিনেত্রী? সে প্রসঙ্গে আলিয়া জানান, 'হার্ট অফ স্টোন' ছবির নির্মাতারা তাঁর জন্য সবকিছু খুব সহজ করে দিয়েছিলেন। ভারতীয় দর্শকের পাশাপাশি আলিয়ার যে একটা ওয়ার্ল্ড-ওয়াইড ফ্যানবেস আছে এই ছবিই তাঁর প্রমাণ। আলিয়া এই ছবিতে তাঁর সহ অভিনেতাদের বিষয়েও যথেষ্ট প্রশংসা করেন, তিনি বলেন, 'সহ অভিনেতা গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান ক্রমাগত অনুপ্রাণিত করেছেন।' আলিয়া নিজের পেশাদারিত্বে অটুট, তাই তো গর্ভে প্রথম সন্তান নিয়েও ছবির শ্যুটিং করতে পিছপা হননি। তবে 'হার্ট অফ স্টোন'-এর শ্যুটিং সেরে এসে এবার সম্পুর্ন বিশ্রাম নেবেন আলিয়া, আপাতত আর কোনো ছবিতে স্বাক্ষর করছেন না অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির স্যুত্যং এর অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। তিনি বলেন, 'হলিউডে আমার প্রথম কাজ, বড়ো প্রজেক্টে ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তাঁর উপর আমি অন্তঃস্বত্বা, চ্যালেঞ্জ টা সেখানেই ছিল। কারণ হার্ট অফ স্টোন অ্যকশন ফিল্ম, দৌড় ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সবকিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা, যে যত্ন পেয়েছি ভুলবো না।'

অভিনেত্রী কিন্তু প্রযোজনা তেও নাম লিখিয়েছেন, প্রযোজক আলিয়া অভিনীত ডার্লিংস মুক্তি পাবে ৫ অগাস্ট। ২৯ বছর বয়সী আলিয়ার অন্তঃস্বত্বা হওয়ার পর পর্দা থেকে ছুটি নেওয়ার জল্পনা প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাৎকারে  বলেন, একজন মহিলার সন্তান ধারণ থেকে শুরু করে নতুন কাউকে ডেট করা, হলিডে তে যাওয়াই হোক বা ক্রিকেট ম্যাচ দেখাই হোক সেগুলি সবকিছুই খবরের শিরোনাম তৈরি করে। তিনি এই প্রসঙ্গে সোজা সাপ্টা উত্তর দেন, তিনি উল্টোপাল্টা অযৌক্তিক জিনিসে মন দেয়ার চেয়ে নিজের জীবনে এমন কিছু করতে চান যা উদাহরণ তৈরি করে। রকি ঔর রানী কি প্রেম কাহানি অভিনেত্রী বলেন, ' অবশ্যই আমি ইয়াং, কিন্তু তাই বলে এটা কেন সবকিছু পরিবর্তন করবে? কেন নতুন পরিবার বা সন্তানের আগমন আমার পেশাগত জীবনে পরিবর্তন আনবে? এই দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। আমি উদাহরণ তৈরি করতে চাই ননসেন্স জিনিসে মনোযোগ না দিয়ে।'

আরও পড়ুন,বক্স অফিসে বাজিমাত করবে লাল সিং চাড্ডাই, জনপ্রিয় মাল্টিপ্লেক্সের সঙ্গে বিশেষ চুক্তি আমিরের!

আরও পড়ুন,তাপসী পান্নুর জন্মদিনে রইলো তাঁর আগাম ছবিগুলির ঝলক

সম্প্রতি বিয়ের ঠিক পরে পরেই আলিয়ার অন্তঃসত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকে অনেক রকম মন্তব্য করেন সে বিষযে আলিয়া বলেন, 'যে সব মানুষ এই ধরনের মন্তব্য করেন তাঁরা নিজের জীবনে ঠিক কেমন জায়গায় আছেন সেটা বুঝিয়ে দেন, আমার জীবনের এসুরভাগ সিদ্ধান্ত যে গুলি আমি নিয়েছি তাঁর সবগুলি আমার একার সিদ্ধান্ত, তাঁর বেশিরভাগ ই অপ্রত্যাশিত ছিল।' আলিয়া আরও বলেন যে এটি তাঁর ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত স্থান, তিনি তাঁর ইচ্ছা শক্তি এবং প্রবৃত্তি অনুসরণে বিশ্বাস করেন এবং জিনিসগুলি তাঁর জন্য 'সুন্দরভাবে' কাজ করেছে। আলিয়া এই বলে শেষ করেছেন যে তিনি বিশ্বাস করেন যে সময়ের সাথে ধীরে ধীরে জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে।এদিকে, কাজের প্রসঙ্গে, এই মুহূর্তে আলিয়ার আসন্ন বলিউড ছবিগুলি হলো ডার্লিংস, ব্রহ্মাস্ত্র, রকি অর রানি কি প্রেম কাহানি এবং হলিউড ছবি হার্ট অফ স্টোনের শুটিং শেষ করে ফিরে এসেছেন অভিনেত্রী। এটি আলিয়ার হলিউড ডেবিউ হতে চলেছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia