ফের বলিউডে করোনার কোপ, পরিবার সহ আক্রান্ত রক অন ছবির নায়ক

  • কণিকা কাপুর হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের এক বলিউড তারকা আক্রান্ত করোনায়।
  • রক অন ছবির অভিনেতা পুরব কোহলি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।
  • কেবল অভিনেতাই নন, তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই এখন সংক্রমক।

কণিকা কাপুরের পর ফের আক্রান্ত বলিউড তারকা। বলিউরক অন ছবির অভিনেতা পুরব কোহলি আক্রান্ত হলেন করোনায়। অভিনেতার পাশাপাশি তাঁর গোটা পরিবারও সংক্রমক হয়েছেন ভাইরাসে। নিজের ইনস্টাগ্রামে পোস্টটি করে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতা। পুরব তাঁর স্ত্রী লুসি ও তাঁর দুই সন্তান ইনায়া ও ওশিয়ানও বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত। তবে এখন তিনি ও তাঁর পরিবার কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। আপাতত লন্ডনেই রয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃবিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

Latest Videos

আরও পড়ুনঃলকডাউনের মাঝেই হ্যান্ডসাম রাধুনিকে খোঁজ পেলেন শুভশ্রী, পোস্ট করলেন ছবি

তিনি পোস্টে জানান তাঁর মেয়ে ইনায়ার মধ্যে করোনার লক্ষণ প্রথমে দেখা দেয়। সেখান থেকেই গোটা পরিবারের ছড়াতে শুরু করে ভাইরাসটি। পোস্টে তিনি এও লিখেছেন, সাধারণ ফ্লুয়ের মতই লক্ষণ ছিল তাঁদের মধ্যে। দুদিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয় ইনায়ার মধ্যে। তারপরই লুসির অতিরিক্ত কাশি এবং শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই পুরবের সর্দি রীতিমত একদিনের জন্য বেড়ে ওঠে। কিন্তু কাশি থেকে যায় তিন দিন। তিনজনের ১০০ থেকে ১০১ এর মতো তাপমাত্রা ছিল শরীরে।

আরও পড়ুনঃ'অমিতাভ নিঃসন্দেহে বড়, কিন্তু আমি তাঁর থেকে একটু বেশি', শাহরুখের মন্তব্যে ঝড়

পুরবের ছেলে ওশিয়ানের তিন দিন ধরে ১০৪ জ্বর ছিল। অথচ পাঁচদিনের দিন জ্বর সেরে ওঠে তাঁর। ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় অনেকটাই সাহায্য হয়েছে তাঁদের। গরম জলে স্নান করে কিছুটা সুস্থ বোধ করছেন তাঁরা। এই পোস্টের মাধ্যমে সতর্ককতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন পুরব।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন