'অন্তর্বাস পোশাকেরই অংশ, এতে লজ্জার কিছু নেই', নেট দুনিয়ায় সরব রাধিকা

Published : Mar 01, 2020, 01:22 PM IST
'অন্তর্বাস পোশাকেরই অংশ, এতে লজ্জার কিছু নেই', নেট দুনিয়ায় সরব রাধিকা

সংক্ষিপ্ত

অন্তর্বাস নিয়ে চিরাচরিত ট্যাবু ভাঙার পালা নেট দুনিয়ায় সরব রাধিকা জানালেন নিজের জীবনের অভিজ্ঞতা কেন ন্যুড ব্রা পরেন তিনি 

পোশাকের পাশ দেখে দেখা যাচ্ছে ব্রা, মুহূর্তে যেন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবার থেকে শুরু করে সমাজের একজোড়া চোখ যেন কটাক্ষ করে গলা টিপে ধরতে আসে। বাস্তবের এই পরিস্থিতি, সমাজের এই ট্যাবু ভাঙতে হবে। বদলাতে হবে ধ্যান ধারনা। এই মর্মেই এবার মুখ খুললেন মডেল রাধিকা মদন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই নিয়ে মুখ খুললেন তিনি। 

আরও পড়ুনঃ অমিতাভ-রণবীর রসায়ন কেমন, ছবি শেয়ার করে খোলসা করলেন বিগ-বি

আরও পড়ুনঃ লিপ ডে-তেই রিসেপশন, বউভাত স্মরণীয় করে রাখলেন সৃজিত-মিথিলা

রাধিকা শেয়ার করেন তাঁর ছোটবেলার অভিজ্ঞতার কথা। কেন তিনি ন্যুড ব্রা পরেন, খুলে বললেন তা। একবার স্কুলে তিনি রঙিন ব্রা পরে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তা দেখা মাত্রই বেশ কয়েকদনের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। সেদিন তাঁর খুব খারাপ লেগেছিল। ভেবেছিলেন খুব বড় পাপ করে ফেলছেন তিনি। তবে বাস্তব চিত্রটা বুঝতে তাঁর সময় লেগেছিল বেশ কিছুটা। তখনই তিনি স্থির করেছিলেন ন্যু়ড ব্রাই পরবেন। 

 

 

আরও পড়ুনঃ বিচ্ছেদের পর আবারও একই ফ্রেমে টাইগার-দিশা, হট লুকে ফ্লোর কাঁপালেন অভিনেত্রী

সময়ের সঙ্গে সঙ্গে যখন পরিস্থিতির বদল ঘটে তখন রাধিকা বুঝতে পারেন, নিজের পোশাক বদল নয়, বদলাতে হবে সমাজের এই ধ্যান-ধারনা। অন্তর্বাস পোশাকেরই অংশ। এতে লজ্জার কিছু নেই। একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে একটি রিয়ালিটি শো-এর মুখ হতে চলেছেন রাধিকা। সেখানেই এই জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করতে দর্শকদের অনুরোধ করলেন রাধিকা। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ফ্যানের কটাক্ষের কড়া জবাব দিলেন বরুণ ধাওয়ান, 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' নিয়ে কী বললেন অভিনেতা?
নেটফ্লিক্সে প্রশংসিত হল ইয়ামির 'হক', জেনে নিন কীসের গল্প আছে এই ছবিতে, জেনে নিন